JEE Mains 2021: কোপ এবার জয়েন্টে, পিছিয়ে গেল পরীক্ষা

তৃতীয় এবং চতুর্থ দফার জেইই-মেনস কবে হবে, সে বিষয়ে এখনই কিছু জানানো হয়েনি।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করোনার প্রভাবে একের পর এক পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। এবার পিছলো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। এপ্রিল মাসের ২৭, ২৮ ও ২৯ তারিখ এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পরীক্ষা পিছিয়ে গিয়েছে।

রবিবার সকালে টুইটারে পোখরিয়াল বলেন, ‘বর্তমানের করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে আমি ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে জেইই (মেন) – ২০২১ এপ্রিল সেশনের পরীক্ষা স্থগিত রাখার পরামর্শ দিয়েছিলাম। আমি আবারও বলতে চাই যে আমাদের পড়ুয়াদের সুরক্ষা এবং তাঁদের শিক্ষাগত কেরিয়ারেই সবথেকে বেশি গুরুত্ব আরোপ করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।’

আরও পড়ুন: ফেব্রুয়ারি থেকেই খুলতে পারে রাজ্যের স্কুলগুলি,দিনক্ষণ জানাল স্কুলশিক্ষা দপ্তর

ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে প্রথম দু’দফায় জেইই-মেনস হয়ে গিয়েছে। প্রথম দফায় (গত ২৩-২৬ ফেব্রুয়ারি) ৬২০,৯৭৮ জন পরীক্ষা দিয়েছিলেন। দ্বিতীয় দফায় (১৬-১৮ মার্চ) পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৫৬,২৪৮। কিন্তু তৃতীয় দফায় পরীক্ষা আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ মহামারীর বর্তমান পরিস্থিতি এবং পরীক্ষার্থী ও আধিকারিকদের সুরক্ষা ও স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে জেইই (মেন) এপ্রিল সেশন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তবে তৃতীয় এবং চতুর্থ দফার জেইই-মেনস কবে হবে, সে বিষয়ে এখনই কিছু জানানো হয়েনি। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বাকি দু’দফার পরীক্ষার নির্ঘণ্ট পরে ঘোষণা করা হবে। কমপক্ষে ১৫ দিন আগেই প্রার্থীরা সেই নির্ঘণ্ট জানতে পারবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন: CBSE: বাতিল দশম শ্রেণির বোর্ড পরীক্ষা, স্থগিত দ্বাদশ শ্রেণির

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest