Madhyamik 2021 Routine: প্রকাশিত হল মাধ্যমিকের রুটিন, ১ জুন থেকে শুরু পরীক্ষা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গত বৃহস্পতিবার ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করেছিল সংসদ। শনিবার দুপুরেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন খুব শিগগির মাধ্যমিকেরও রুটিন প্রকাশ হবে। বিকেলেই তা প্রকাশ করে দিল মধ্যশিক্ষা পর্ষদ।

সামনের বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১ জুন। চলবে ১০ জুন পর্যন্ত। প্রথম দিন হবে প্রথম ভাষার পরীক্ষা। পরের দিন অর্থাৎ ২ জুন দ্বিতীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে। ৩ জুন ভূগোল পরীক্ষা। ৫ তারিখ ইতিহাস, ৭ তারিখ অঙ্ক, ৮ তারিখ জীবন বিজ্ঞান, ৯ তারিখ ভৌতবিজ্ঞান এবং ১০ জুন ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।

আরও পড়ুন: বিশ্বভারতী : ‘ধর্মান্ধদের’ বিরুদ্ধে লড়াইয়ে ‘দাদা’ অমর্ত্যর পাশে ‘বোন’ মমতা

বেলা ১১.৪৫ মিনিট থেকে দুপুর ৩টে পর্যন্ত চলবে পরীক্ষা। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য সময় পাবেন পরীক্ষার্থীরা। করোনার জেরে এবার ফেব্রুয়ারির বদলে মাধ্যমিক পরীক্ষা হবে জুনে। সঙ্গে রয়েছে বিধানসভা নির্বাচনও। সমস্ত দিক বিবেচনা করে এবার জুনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মধ্যশিক্ষা পর্ষদের তরফে বলা হয়েছে, পরিস্থিতির কথা বিবেচনা করেই ছাত্রছাত্রীদের সর্বোচ্চ সুরক্ষার ব্যবস্থা করা হবে পরীক্ষা কেন্দ্রগুলিতে।

আরও পড়ুন: নভেম্বরের বিল থেকে বকেয়া টাকা নিচ্ছে CESC, দিতে হবে ১০ কিস্তিতে

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest