আগামী বছরের মাধ্যমিক–উচ্চমাধ্যমিক ফের খাতা-কলমেই নেওয়া হবে। তবে দিল্লি বোর্ডগুলির মত দু’দফায় নয়, একবারেই হবে পরীক্ষা। টেস্ট হবে কি না তা স্কুলগুলির উপর ছেড়ে দেবে রাজ্য সরকার। বুধবার স্কুলশিক্ষা দপ্তরে মধ্যশিক্ষা (Madhyamik) পর্ষদ ও উচ্চমাধ্যমিক (HS) শিক্ষা সংসদ এই প্রস্তাব পাঠিয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, আগামী বছর মার্চে মাধ্যমিক ও এপ্রিলে উচ্চমাধ্যমিক হবে। মুখ্যমন্ত্রীর সম্মতি মিললে রুটিন ঘোষণা করা হবে।
২০২২ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কীভাবে নেওয়া হবে তা নিয়ে বোর্ডগুলিকে খসড়া রিপোর্ট জমা দিতে বলেছিল রাজ্য সরকার। সেই রিপোর্ট জমা পড়েছে নবান্নে। তাতে জানানো হয়েছে, আগামী মার্চে হতে পারে মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক হতে পারে এপ্রিলে। ২টি পরীক্ষাই দিতে হবে খাতায় কলমে পরীক্ষার হলে বসে। তবে এক্ষেত্রে কেন্দ্রীয় বোর্ডগুলির মতো সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেবে না রাজ্য। পরীক্ষা হবে একবারে।