Site icon The News Nest

Swami Vivekananda Scholarship: স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন সাড়ে ৯ লক্ষ

swami vivekanda

উচ্চ শিক্ষায় দুঃস্থ ও মেধাবী পড়ুয়াদের(Students) আর্থিক সুরাহা দিতে চালু হয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ(Swami Vivekananda Scholarship)। দিন দিন এই স্কলারশিপের জনপ্রিয়তা যে বাড়ছে সেটা তা বলে দিচ্ছে এই প্রকল্পের জন্য জমা পড়া আবেদনের সংখ্যা দেখে। রাজ্যের উচ্চশিক্ষা দফতরের(Education Department) হিসাব অনুযায়ী ২০২২-২৩ শিক্ষাবর্ষে এই স্কলারশিপের জন্য পারয়া সাড়ে ৯ লক্ষ পড়ুয়া আবেদন করেছে এখনও পর্যন্ত। এই আবেদনের(Application) সংখ্যা গত শিক্ষাবর্ষের তুলনায় অনেকটাই বেশি।

মেধাশ্রী বৃত্তির (Medhashree Scholarship) টাকা কারা পাবেন?
বৃহস্পতিবার আলিপুরদুয়ারের হাসিমারায় একটি প্রশাসনিক সভা থেকে এই বিশেষ বৃত্তির কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এবার থেকে বাংলায় বসবাসকারী সমস্ত অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) ছাত্রছাত্রীরা এই প্রকল্পের আওতায় স্কলারশিপের টাকা পাবেন।

মেধাশ্রী বৃত্তির (Medhashree Scholarship) আওতায় কত টাকা পাওয়া যাবে?
ঐক্যশ্রী, শিক্ষাশ্রীর (তফশিলি জাতি-উপজাতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য) পাশাপাশি সদ্য চালু হওয়া এই মেধাশ্রী বৃত্তির আওতায় রাজ্যের সমস্ত ওবিসি ছাত্রছাত্রীরা ৮০০ টাকা করে সরকারি ভাতা বা বৃত্তি পাবে। ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী ছাড়াও বাংলার ছাত্রছাত্রীদের শিক্ষার বিকাশে বিশেষভাবে সহায়ক আরও কয়েকটি বৃত্তি/প্রকল্প রয়েছে। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক শিক্ষায় সহায়ক বাংলার একাধিক প্রকল্প…

কন্যাশ্রী থেকে স্বামী বিবেকানন্দ বৃত্তি, শিক্ষার্থীদের পাশে বাংলার একাধিক প্রকল্প:
•    কন্যাশ্রী: বাংলার মেয়েদের উচ্চ শিক্ষার জন্য সহায়ক বিশেষ বৃত্তি।
•    ঐক্যশ্রী: রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বৃত্তি।
•    শিক্ষাশ্রী: রাজ্যের প্রায় ১১ লক্ষ তফশিলি জাতি-উপজাতি ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বৃত্তি।
•    মেধাশ্রী: রাজ্যের সমস্ত ওবিসি ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বৃত্তি।
•    স্বামী বিবেকানন্দ স্কলারশিপ: রাজ্যের যে সব অভাবি-মেধাবি পড়ুয়ার বাৎসরিক পারিবারিক আয় ২.৫০ লক্ষ টাকার কম এবং যাদের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক-স্নাতকে প্রাপ্ত নম্বর ৬০ শতাংশ বা তার বেশি, তাঁরা এই বৃত্তির আওতায় ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন।

Exit mobile version