Site icon The News Nest

National Library: ন্যাশনাল লাইব্রেরিতে ইন্টার্নশিপ করতে চান? জেনে নিন শর্ত

national liabray

আপনি কি লাইব্রেরি সায়েন্সে স্নাতকোত্তর? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কলকাতার ন্যাশনাল লাইব্রেরি (National Library) দিচ্ছে ইন্টার্নশিপের সুযোগ। আগামী ১৬ জুনের মধ্যে করতে হবে আবেদন।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা: 

লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন সায়েন্সে স্নাতকোত্তর হলে এই শূন্যপদে আবেদন করা যাবে।

আরও পড়ুন : ব্রিটিশ ট্যাবলয়েড ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে এবার মালালা

ভাষাজ্ঞান:
বাংলা, ইংরাজি, হিন্দি, অসমিয়া, গুজরাটি, কন্নড়, মালায়ালম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলুগু।

আবেদনকারীর বয়সসীমা:
১৬ জুন, ২০২১ তারিখ অনুযায়ী ৩৫ বছরের কম বয়সিরা আবেদন করতে পারেন।

স্টাইপেন্ড:
২৫ হাজার টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। সেই অনুযায়ী প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
দ্য ডিরেক্টর জেনারেল ন্যাশনাল লাইব্রেরি কলকাতা, আলিপুর, কলকাতা: ৭০০০২৭।

অথবা
esttsupdt@gmail.com এই ই-মেল আইডিতেও আবেদনপত্র পাঠানো যেতে পারে।

আবেদনের শেষ দিন:
আগামী ১৬ জুনের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

আরও পড়ুন : Mamata Banerjee PC: ‘আলাপন বন্দ্যোপাধ্যায়ের ইস্যু এখন ক্লোজড চ্যাপ্টার’, নবান্নে জানিয়ে দিলেন মমতা

 

Exit mobile version