College and University: When did the college university's admission open, here the notification

PG Admission 2021: ৩১ অগস্টের মধ্যে স্নাতকের ফাইনাল সেমেস্টারের রেজাল্ট, স্নাতকোত্তরে ভরতি শুরু সেপ্টেম্বরে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

স্নাতক ও স্নাতকোত্তরে (College University Admission) অনলাইনে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল উচ্চ শিক্ষা দফতর। স্নাতকে ভর্তির অনলাইন পোর্টাল চালু ২রা আগস্ট থেকে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ২০ আগস্ট। মেরিট লিস্ট ঘোষণা করতে হবে ৩১ আগস্টের মধ্যে। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। ক্লাস শুরু ১লা অক্টোবর থেকে।

পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে স্নাতকোত্তরে ভরতির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া। আগামী ২৫ অক্টোবরের মধ্যে ভরতি প্রক্রিয়া সম্পূর্ণ হবে। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শুরু হবে ক্লাস। একনজরে দেখে নিন স্নাতকোত্তর স্তরে ভরতির প্রক্রিয়ার যাবতীয় গুরুত্বপূর্ণ তারিখ এবং নিয়মাবলী –

স্নাতক স্তরের ভরতির প্রক্রিয়া :

১) স্নাতক স্তরের চূড়ান্ত বা ফাইনাল সেমেস্টারের ফলাফল – আগামী ৩১ অগস্টের মধ্যে ফল প্রকাশিত হবে।

২) অনলাইন পোর্টাল চালু হওয়ার দিন (অনলাইনে আবেদন শুরুর দিন) – ১ সেপ্টেম্বর, ২০২১।

৩) অনলাইনে আবেদন জানানোর শেষ দিন – ১৫ সেপ্টেম্বর, ২০২১।

৪) মেধাতালিকা প্রকাশের সময়সীমা – আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।

৫) ভরতি সম্পূর্ণ করার সময়সীমা – আগামী ২৫ অক্টোবরের মধ্যে ভরতি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

৬) ক্লাস শুরুর দিন – আগামী অক্টোবরের শেষ সপ্তাহ।

আরও পড়ুন: স্পোর্টস কোটায় নিয়োগ, বেতন ২১ হাজার থেকে ৬৯ হাজার টাকা পর্যন্ত, জানুন

নিয়মবিধি :

১) মেধার ভিত্তিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ভরতি প্রক্রিয়ার সময় পড়ুয়াদের কাউন্সেলিং বা নথি যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয়ে ডাকা যাবে না। বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত থাকার কোনও প্রয়োজন নেই।

২) অনলাইনে ভরতির প্রক্রিয়ার সময় তথ্য স্ক্যান বা আপলোডের জন্য আবেদনকারীদের থেকে কোনও টাকা নেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয়ের আবেদনপত্র বা প্রসপেক্টাস দেওয়ার জন্য কোনও অর্থ নেওয়া যাবে না বলে সাফ জানানো হয়েছে। গত বছরের মতোই আবেদনের ফি নেওয়া যাবে না।

৩) ইমেল বা টেলিকমিউনিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের সরাসরি জানাতে হবে।

৪) অনলাইনে বা নির্দিষ্ট ব্যাঙ্কে ফি দিতে হবে। সেজন্য বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না।

৫) যাচাইয়ের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা সংশ্লিষ্ট ব্যাঙ্কের হাতে তুলে দিতে হবে। মেধাতালিকার ভিত্তিতে ব্যাঙ্কে টাকা জমা দিতে হবে।

৬) অনলাইনে আবেদনের জন্য যাবতীয় নথি আপলোড করতে হবে। যদি প্রয়োজন হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ে ভরতির পর নথি যাচাই করা যাবে। অনলাইনের ফর্মের সঙ্গে নথির মিল না থাকলে ওই পড়ুয়ার ভরতি প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে।

৭) সবপক্ষকে সরকারের যাবতীয় করোনাভাইরাস বিধি মেনে চলতে হবে।

আরও পড়ুন: দুর্দান্ত ক্যামেরা, পাওয়ারফুল প্রসেসর, ২২ জুলাই লঞ্চ হবে OnePlus Nord 2

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest