Primary Recruitment Scam: Supreme Courts Stay Order On Calcutta High Courts Justice Abhijit Gangulys Order To Terminate 32 Thousands Jobs In Bengal

Primary Recruitment Scam:সুপ্রিম কোর্টে খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়! আপাতত বহাল ৩২০০০ শিক্ষকের চাকরি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় বিচাপরতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই মামলাতেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দেওয়া ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল ও পুনর্নিয়োগের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। বর্তমানে ওই নিয়োগ মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। সুপ্রিম কোর্টে ওই মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে।

২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে। অভিযোগ ছিল, ওই সময় প্রশিক্ষণ নেননি, এমন অনেকেই চাকরি পেয়েছিলেন। সেই মামলাতেই ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। এরপর যাঁরা ইন্টারভিউ নিয়েছিলেন, তাঁদের ডেকে গোপন জবানবন্দি নেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানেই উঠে আসে, কোনও অ্যাপ্টিটিউট টেস্ট নেওয়া হয়নি।

এরপরই নিয়োগ দুর্নীতির মামলায় প্রথমে ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে সেই সংখ্যা কমে হয় ৩২ হাজার। নির্দেশে উল্লেখ ছিল, চার মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে পর্ষদকে। চাকরি-হারারা ওই চার মাস স্কুলে যেতে পারবেন। তবে তাঁদের বেতন দেওয়া হবে পার্শ্বশিক্ষকদের বেতনকাঠামো অনুসারে। পর্ষদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় চাকরি-হারারা অংশ নিতে পারবেন। নতুন ইন্টারভিউতে পাশ করলে চাকরি-হারারাও চাকরি পাবেন।

আরও পড়ুন: Madhyamik Result 2023: ৬৯৭ পেয়ে প্রথম কাটোয়ার দেবদত্তা, যুগ্ম দ্বিতীয় বর্ধমানের শুভম এবং মালদহের রিফাত

এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চে মামলা করে চাকরি-হারাদের একাংশ। সেখানে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশে কিছুটা বদল আনে। ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, ওই ৩২ হাজার প্রাথমিক শিক্ষককে পার্শ্বশিক্ষক হিসাবে কাজ করতে হবে না। কাজ করে যে হারে বেতন পেতেন সেই হারেই পাবেন। তবে পর্ষদকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সেই প্রক্রিয়ায় ৩২ হাজার চাকরি-হারাশিক্ষকও অংশ নিতে পারবেন।

হাইকোর্টের ডিভিশন একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরি-হারা প্রাথমিক শিক্ষকদের একাংশ ও প্রাথমিক শিক্ষা পর্ষদ। শীর্ষ আদালতে বিচারপতি জে কে মহেশ্বরী এবং কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুক্রবার ডিভিশন বেঞ্চ হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশ খারিজ করে দিয়েছে।  নতুন করে মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টের নতুন ডিভিশন বেঞ্চে।

অন্যদিকে , শীর্ষ আদালতের এই নির্দেশের পরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেনজির আক্রমণ শানালেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। এদিন সুপ্রিম কোর্টের রায়ের পরই নিজের ফেসবুকে একটি পোস্ট করে দেবাংশু লেখেন, “দালাল গাঙ্গুলি আবার থাপ্পড় খেলো.. একদম কষা থাপ্পড়.. সাথে সাথেই থাপ্পড় খেলো রাজনৈতিক শকুনের দল ও একাংশ দালাল মিডিয়া। #পরপরথাপ্পড়”

আরও পড়ুন: Kharagpur IIT: গভীর রাতে খড়গপুর আইআইটি-তে আগুন, পুড়ে ছাই কমনরুম

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest