Primary Teachers Recruitment: Supreme Court stayed ongoing Primary Teachers Recruitment process

Primary Teachers Recruitment: ১২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগে সুপ্রিম স্থগিতাদেশ, নতুন নিয়োগ এখনই নয়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রাথমিকের চলতি নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আপাতত প্রাথমিকে নতুন করে কোনও শিক্ষক নিয়োগ করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার এই অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ।

২০২২ সালের টেটে নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ২০২০ – ২২ শিক্ষাবর্ষের ডিএলএড পড়ুয়ারা। তাঁদের দাবি ছিল, প্রাথমিক শিক্ষা সংসদের গাফিলতিতে তাদের ফাইনাল পরীক্ষা এখনও হয়নি। তাই তাদের সুযোগ পাওয়া উচিত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। এর পর ২০২০ – ২২ শিক্ষাবর্ষের ডিএলএড পড়ুয়াদের নথি জমা দিতে নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা সংসদ। ওদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন বাকিরা। ডিভিশন বেঞ্চ জানায়, কোর্স শেষ না হলে কোনও ভাবেই নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া সম্ভব নয়।

আরও পড়ুন: HS Result 2023: মেধা তালিকায় দাপট হুগলির, প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু

সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ২০২০ – ২২ শিক্ষাবর্ষের ডিএলএড পড়ুয়ারা। সেই মামলায় শুক্রবার নিয়োগপ্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করল আদালত। এই স্থগিতাদেশের ফলে ফের ২০২২ সালের টেটের ভিত্তিতে প্রাথমিকের নিয়োগপ্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়ল।

ডিএলএড প্রশিক্ষণরতরা নিয়োগ প্রক্রিয়ায় বসা নিয়ে তৈরি জটিলতা সমাধানের আগে ২০২২ নিয়োগ প্রক্রিয়ায় কোনও নিয়োগ নয়। পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।

আরও পড়ুন: Recruitemnet Scam: ‘গা ছাড়া ভাব দেখালে প্রধানমন্ত্রীকে জানাব,’ মানিক-জেরা নিয়ে CBI-কে হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest