Recruitment of staff in multiple departments in the State Food and Supply Department, do not miss the opportunity

Govt Job: রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরে একাধিক বিভাগে কর্মী নিয়োগ, সুযোগ মিস করবেন না

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর (West Bengal Department of Food and Supplies)। আপাতত এক বছরের চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। কর্মদক্ষতার নিরিখে আরও বাড়তে পারে চুক্তির মেয়াদ। আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। তবে তার আগে জেনে নিন চাকরি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

কোন বিভাগে কত শূন্যপদ
সিনিয়র সফটওয়্যার ডেভেলপার: ৩টি
ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর: ১টি
সফটওয়্যার ডেভেলপার: ২টি
টেকনিকাল সাপোর্ট পার্সোনাল: ২৮টি
প্রজেক্ট ম্যানেজার-আইএমপিডিএস অ্যান্ড ডেপুটি প্রজেক্ট ম্যানেজার-আইটি অ্যান্ড রিফর্মস সেল – ১টি

শিক্ষাগত যোগ্যতা:
সিনিয়র সফটওয়্যার ডেভেলপার:
আইটি অথবা কম্পিউটার সায়েন্সে এমসিএ/বিই/বিটেক/এমএসসি হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা:
এই পদে কাজের ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর
আইটি অথবা কম্পিউটার সায়েন্সে এমসিএ/বিই/বিটেক/এমএসসি হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা:
এই পদে কাজের ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

সফটওয়্যার ডেভেলপার
আইটি অথবা কম্পিউটার সায়েন্সে এমসিএ/বিই/বিটেক/এমএসসি হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।

টেকনিকাল সাপোর্ট পার্সোনাল
আইটি অথবা কম্পিউটার সায়েন্সে এমসিএ/বিই/বিটেক/এমএসসি হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা:
এই পদে কাজের ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

প্রজেক্ট ম্যানেজার-আইএমপিডিএস অ্যান্ড ডেপুটি প্রজেক্ট ম্যানেজার-আইটি অ্যান্ড রিফর্মস সেল:
আইটি অথবা কম্পিউটার সায়েন্সে এমসিএ/বিই/বিটেক/এমএসসি হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা:
এই পদে কাজের ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। প্রজেক্ট ম্যানেজার-আইএমপিডিএস অ্যান্ড ডেপুটি প্রজেক্ট ম্যানেজার-আইটি অ্যান্ড রিফর্মস সেলে সর্বোচ্চ ৪৫ বছর বয়সিরা আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
https://food.wb.gov.in/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।

আবেদনের শেষ দিন:
আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীকে আবেদন করতে হবে।

এছাড়া আবেদন সংক্রান্ত যেকোন তথ্যের জন্য https://food.wb.gov.in/ এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest