Site icon The News Nest

বাতিল নয়, কোভিড নিয়ন্ত্রণে এলে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা, জানালেন ব্রাত্য

Chennai: Students appear for the Tamil Nadu Board Exam in Chennai on March 2, 2017. (Photo: IANS)

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়নি এখনও। কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে এলেই পরীক্ষা নেওয়া হবে। বৃহস্পতিবার জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে পরীক্ষার দিন ঘোষণা করা হবে। আমরা খুব দ্রুত জানাব দিন।’’ আগামী ১ জুন থেকে মাধ্যমিক এবং ১৫ জুন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অতিমারির চোখরাঙানিতে দু’টি পরীক্ষা নিয়েই তৈরি হল অনিশ্চয়তা।

জুন মাসেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না বলে ১৬ মে জানিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “জুনের প্রথমার্ধে মাধ্যমিক পরীক্ষা হবে বলে ঠিক ছিল। জুন মাসের দ্বিতীয়ার্ধে হওয়ার কথা ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু, এখন কিছু কিছু কাজকর্ম থেকে আমরা বিরত থাকব বলে স্থির হয়েছে। এই ধরনের বড় পরীক্ষার আয়োজনে ও প্রস্তুতিতে সময় লাগে। ফলে জুন মাসে ওই পরীক্ষাগুলো হবে না।” আলাপন পরে বলেন, “পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। পরবর্তীতে কবে পরীক্ষা হবে, তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। পরীক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দেওয়া হবে।”

আরও পড়ুন: প্রচুর কর্মী নিয়োগ করবে Indian Navy, জেনে নিন আবেদনের পদ্ধতি

বৃহস্পতিবার শিক্ষা দফতরের দায়িত্ব গ্রহণের পর ব্রাত্য বলেন, ‘আমরা আশাবাদী। মুখ্যমন্ত্রী কতগুলি আপৎকালীন ব্যবস্থা নিয়েছেন। রাজ্যে সংক্রমণের হার কমছে। এই সংক্রমণের হার আগামিদিনে আরও কমবে বলে আমরা আশা করতে পারি। আশাবাদ ছাড়া আমাদের কাছে জোরদার কিছু নেই। তবে আশাবাদের একটা বাস্তব ভিত্তি আছে।’

‘বাস্তব ভিত্তি’ বলতে কী বোঝাতে চেয়েছেন, সেই ব্যাখ্যাও দেন ব্রাত্য। বলেন, ‘বাস্তব ভিত্তি হল যে সংক্রমণ কমছে।’ ‘সংক্রমণ না কমলে পরীক্ষা হবে না তো’ প্রশ্নের জবাবে সাংবাদিকদের উদ্দেশে ব্রাত্য বলেন, ‘না না, কী করে হবে! সংক্রমণ কমলে পরীক্ষা – এটা হেডলাইন নয়, হেডলাইন হবে – পরীক্ষা হবে সংক্রমণ কমলেই। পরীক্ষাটাই হবে, সংক্রমণ কমলে।’ সঙ্গে জানান, পরীক্ষার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করা হবে। তিনি যা মতামত দেবেন, তার ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে কথা বলবেন। পুরো বিষয়টি দ্রুত জানানো হবে বলে জানিয়েছেন ব্রাত্য।

আরও পড়ুন: India Post Recruitment 2021: মাধ্যমিক পাশেই পোস্ট অফিসে চাকরি, মাসিক বেতন ১৪,৫০০ টাকা!

Exit mobile version