বাবা মায়ের পর যদি কেউ সুশিক্ষা দিয়ে আমাদের বড় করে তোলেন, তাঁরা হলেন আমাদের শিক্ষক-শিক্ষিকারা। যখন আমরা স্কুলে ভর্তি হই, তখনই কিন্তু তাঁরা আমাদের শিক্ষা দিয়ে বড় করে তোলেন। শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানোর উদেশ্যেই প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয়।
বিশ্ব আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয় ৫ অক্টোবর, কিন্তু ভারতে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। সারাদেশে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এইদিনে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় শিক্ষক দিবস।
স্কুল -কলেজ সহ বিভিন্ন শিক্ষাক্ষেত্রে হয় শিক্ষক দিবস উদযাপন। নাচ -গান আনন্দে মেতে ওঠেন গুরু – শিষ্য। এই শিক্ষক দিবসে জীবনের সকল শিক্ষাগুরুর মুখে হাসি ফোটান। তাঁদের কৃতজ্ঞতা জানান ভার্চুয়াল মাধ্যমে। দেখে নিন, হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী বার্তা (Messages) দিতে পারেন আপনি।
শিক্ষক দিবস ২০২৪ -এর শুভেচ্ছাবার্তা
- আপনাদের কাছে পেয়েছি শিক্ষার আলো, আপনাদের কাছে শিখেছি মানবতার বাণী। হ্যাপি টিচার্স ডে…
- জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া আপনার হাত ধরেই। আপনিই শিখিয়েছেন কীভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। শিক্ষক দিবসে আপনাকে প্রণাম জানাই।
- সমাজ গঠনে অসামান্য অবদানের জন্য সকল শিক্ষক -শিক্ষিকাদের জানাই শুভ শিক্ষক দিবস!
- শিক্ষক দিবসে সমস্ত শিক্ষক -শিক্ষিকাদের জানাই প্রণাম। তাঁরাই আমাদের সমাজকে গড়ে তুলেছেন। শুভ শিক্ষক দিবস!
- শিক্ষকরাই আমাদের চলার পথ দেখান, ঠিক -ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, জীবনের প্রতিটা পদক্ষেপে আমাদের পাশে দাঁড়ান হৃদয় স্পর্শ করে। শিক্ষক দিবসের শুভেচ্ছা …
- ধন্যবাদ আমাকে খোলা চোখে স্বপ্ন দেখতে শেখানোর জন্য। ধন্যবাদ, আমায় সঠিক দিশা দেখানোর জন্য।
- একজন শিক্ষকের প্রচেষ্টা এবং চরিত্রের উপরে যে কোনও দেশের ভবিষৎ নির্ভর করে। টিচার্স ডে -র শুভেচ্ছা!
- প্রতি বছর ৫ সেপ্টেম্বর মানেই ভিড় করে আসা স্মৃতি… হ্যাপি টিচার্স ডে!