একবার টেট পাশ করলেই আজীবনের বৈধতা, নয়া ঘোষণা শিক্ষামন্ত্রকের

আগে একবার টেট পাশ করলে তার বৈধতা থাকত ৭ বছর। এ বার সেই টেটের সার্টিফিকেটের বৈধতা থাকবে আজীবন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দেশের বেকারত্ব বৃদ্ধি রুখতে এটি একটি পজিটিভ পদক্ষেপ হতে পারে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

টেট উত্তীর্ণদের জন্য সুখবর। একবার টেট (TET) পাশ করলে সেই বৈধতা থাকবে আজীবন। এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে টেট কেন্দ্র ও রাজ্যভিত্তিক হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক স্রেফ টেটের ক্ষেত্রে এই ঘোষণা করেছেন। সেক্ষেত্রে রাজ্যভিত্তিক টেট না কি শুধু কেন্দ্রীয় টেটের কথা বলেছেন তা স্পষ্ট নয়। তবে প্রতি ক্ষেত্রে কেন্দ্রীয় টেটের সিদ্ধান্ত রাজ্যভিত্তিক টেটে প্রতিফলিত হয়। এ বারও তার অন্যথা হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন : কর্মীরা টিকা নিলে ৫টা থেকে ৮টা পর্যন্ত খোলা থাকবে হোটেল রেস্তোরাঁ: Mamata Banerjee

আগে একবার টেট পাশ করলে তার বৈধতা থাকত ৭ বছর। এ বার সেই টেটের সার্টিফিকেটের বৈধতা থাকবে আজীবন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দেশের বেকারত্ব বৃদ্ধি রুখতে এটি একটি পজিটিভ পদক্ষেপ হতে পারে। টুইট করে নিশাঙ্ক এ-ও জানিয়েছেন, ২০১১ সালে যাঁরা টেটে দিয়েছেন,তাঁদের ও তারপরের টেট উত্তীর্ণরা এই ঘোষণার সুবিধা পাবেন।

নতুন এই ঘোষণা কার্যকরী করে ইতিমধ্যেই রাজ্যগুলিকে বাতিল হয়ে যাওয়া টেট সার্টিফিকেটগুলিকে বৈধতা দেওয়ার কাজ শুরু করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নিয়ম অনুযায়ী এই ঘোষণা কার্যকর হবে বলে জানা গিয়েছে।

তবে এখনও ২০১৪-১৫ সালে টেট উত্তীর্ণরা শংসাপত্র পাননি। সেক্ষেত্রে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের এই ঘোষণার কার্যকরিতা নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন তাঁরা।

আরও পড়ুন : টিকা নিলে বিয়ার ফ্রি, ঘোষণা বাইডেনের

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest