TET recruitment notification for 2014 tet qualified 738 name announcded

টেট উত্তীর্ণদের জন্য সুখবর! আগামী এক সপ্তাহের মধ্যে নিয়োগ পাচ্ছেন ৭৩৮ জন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

২০১৪ সালের টেট উত্তীর্ণদের জন্য বড়সড় খবর দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার পর্ষদের তরফে ৭৩৮ শূন্যপদের জন্য ২০১৪ সালে টেট উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়েছে। যাঁরা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন এবং ভুল প্রশ্নের জন্য সর্বাধিক ছয় নম্বর দেওয়ার পর ২০১৪ সালে টেটে উত্তীর্ণ হয়েছেন। চলতি বছরের মধ্যেই তাঁদের স্ক্রুটিনি ও তথ্য যাচাই এবং ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য ডেকেছে পর্ষদ।

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছেন, এই যে ৭৩৮ জনের তালিকা যে প্রকাশ করা হল, তাঁরা এক সপ্তাহের মধ্যে নিয়োগ পাবেন। প্রসঙ্গত, ২০১৪ সালে যে টেট পরীক্ষা হয়, তাতে প্রশ্নভুলের একটা বিতর্ক তৈরি হয়। অনেকে অকৃতকার্য হন। এরপরই কলকাতা হাইকোর্টে যান বেশ কয়েকজন পরীক্ষার্থী। সেই মামলার প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশ অনুসারেই এদিন পর্ষদ এই তালিকা প্রকাশ করল।

আরও পড়ুন: CBSE- CISCE: পরীক্ষা হবে অফলাইনেই, আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্টের

কোথায় টেট উত্তীর্ণদের স্ক্রুটিনি ও তথ্য যাচাই এবং ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্ট হবে?

কলকাতা প্রাথমিক শিক্ষা পর্ষদ, শিক্ষক ভবন, ২৭এ বোসপুকুর রোড, কলকাতা – ৭০০০৪০ (কসবা থানার পাশে)।

কখন হবে?

আগামী ২২ ডিসেম্বর (বুধবার) থেকে ২০১৪ সালের টেট উত্তীর্ণদের স্ক্রুটিনি ও তথ্য যাচাই এবং ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্ট শুরু হবে। চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীদের কোন সময় যেতে হবে, তা তালিকায় জানিয়ে দেওয়া হয়েছে।

কী কী নথি লাগবে?

১) টেটের অ্যাডমিট কার্ড।

২) পরিচয়পত্র।

৩) আসল নথি।

৪) নিজেদের হাইকোর্টের রায় সংক্রান্ত কপি।

আরও পড়ুন: UBKV Recruitment: রাজ্যের এই বিশ্ববিদ্যালয়ে চলছে নিয়োগ, যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest