The exam will be four days, find out the date of WBCS Mains 2020 exam?

চারদিন হবে পরীক্ষা, জেনে নিন WBCS Mains 2020 পরীক্ষার তারিখ ?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (WBCS) Mains 2020 পরীক্ষার অ্যাডমিট কার্ড। সোমবার সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন(wbpsc)। সিভিল সার্ভিস মেন পরীক্ষায় বসতে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা wbpsc.gov.in সাইটে গিয়ে কার্ড ডাউনলোড করতে পারবন।

আগামী ২৭,২৮,২৯,৩১ অগাস্ট WBCS Mains 2020 পরীক্ষা হতে চলেছে। WBPCS কলকাতার বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা নেবে। কেবল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ২০২০ প্রিলিমস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এমন প্রার্থীরাই মেন পরীক্ষায় বসতে পারবেন। কীভাবে ডাউনলোড করবেন এই অ্যাডমিট কার্ড। ধাপে ধাপে জেনে নিন সেই পদ্ধতি।

আরও পড়ুন : Afghanistan Crisis: আফগানিস্তানে বসবাসকারী হিন্দু ও শিখদের আশ্রয় দেবে ভারত, ঘোষণা বিদেশমন্ত্রকের

WBCS Mains 2020 Admit Card: কীভাবে ডাউনলোড করবেন কার্ড ?

 প্রথমে মেন পরীক্ষার অ্যাডমিট কার্ড বের করতে wbpsc.gov.in সাইটে লগ ইন করুন।
 এবার হোমপেজে ক্যানডিডেটস কর্নার-এ যান।
  তৃতীয় ধাপে ‘Download Admit Card for Civil Service (Executive) Main Examination 2020’লিঙ্কে ক্লিক করুন।
 চাইলে কেউ ডিরেক্ট লিঙ্কেও ক্লিক করতে পারেন। তাহলেও অ্যাডমিট কার্ড সহজেই ডাউনলোড করতে পারবেন।
 এখানে একটা নতুন পেজ খুলে যাবে।
 অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে এখানে আপনি নিজের এনরোলমেন্ট নম্বর ও জন্মের তারিখ দিতে পারেন। নতুবা আপনার ফার্স্ট নেম ও জন্মের তারিখ দিন।
 এবার সার্চ অপশনে গিয়ে ক্লিক করুন।
 স্ক্রিনে আপনার ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস মেইন ২০২০ পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখাবে।
 এখান থেকে অ্যাডমিট কার্ডের কপি প্রিন্ট করে নিন। পরীক্ষা ছাড়াও এই নথি আপনার পরবর্তীকালে কাজে লাগতে পারে।

আরও পড়ুন : Calcutta University: দেশে দ্বিতীয় সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, প্রথম হল কে?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest