ন্যাশনাল সেলফ এমপ্লয়মেন্ট কাউন্সিল চেয়ারম্যান পদে বসলেন, খ্যাতনামা সমাজকর্মী এবং বুদ্ধিজীবী দেব কুমার চট্টোপাধ্যায়। বহু বছর ধরে মানুষের জন্য কাজ করে চলেছেন তিনি। মানুষকে কাজ দিতে হবে। তাদের রোজগারের বন্দোবস্ত করতে হবে। সেটাই কাউন্সিলের মূল লক্ষ্য। সে কারণেই দেব কুমার চট্টোপাধ্যায়কে চেয়ারম্যান পদে নিয়ে আসা হল । ন্যাশনাল সেলফ এমপ্লয়মেন্ট কাউন্সিল মনে করছে তার হাত ধরে দেশের মানুষের কাজের সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন : লকডাউনে বন্ধ স্কুল, নিজ উদ্যোগে ইউটিউবে পদার্থ বিদ্যা পড়াচ্ছেন জুয়েল স্যার, দেখুন চ্যানেলটি
দেশজোড়া মানুষ যাতে কাজ পায় তার জন্যই প্রতিষ্ঠানটি কাজ করছে। দেশের মানুষকে সরকারি ও আধা সরকারি বিভিন্ন প্রজেক্টে কাজ দিতে হবে। তার ব্যবস্তা করতে হবে। দেব কুমার তিন বছর এই পদে থাকবেন। তিনি একাধারে দিল্লি সংখ্যালঘু কমিশনের এবং ভারতীয় ফেডারেশন অব স্পোর্টস ডেভেলপমেন্টের জয়েন্ট সেক্রেটারি। দিল্লিতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন আগামী বছর কমপক্ষে ১ লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষে তিনি কাজ করবেন।
তাঁর এই সাধু উদ্যোগের কথা শুনে অনেকে বলেছেন, রাজনীতিজীবীরা ফি বছরই নানা প্রতিশ্রুতি দেয়। ফি বছর ২ কোটি কর্মসংস্থানের কথাও শুনেছিল গোটা দেশের মানুষ । কিন্তু যেহেতু দেব কুমার চট্টোপাধ্যায় রাজনীতিজীবী নন, ফলে তা আশার কথা। তাছাড়া তিনি কর্মসংস্থানের যে সংখ্যার কথা বলেছেন, তা বায়বীয় নয়। ফলে বাস্তবমুখী কর্মসংস্থান হতে পারে বলে মনে করছেন অনেকে।
আরও পড়ুন : Railways Jobs: ৩,৩২২ শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি রেলের, আবেদন ৩০ জুন পর্যন্ত