The result of the 10th class of the announced CBSE board, the pass rate is about 100 percent

ঘোষিত CBSE বোর্ডের দশম শ্রেণির ফল, পাশের হার প্রায় ১০০ শতাংশ, জানুন কীভাবে পাবেন মার্কশিট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

CBSE Class 10 Result প্রকাশিত হল মঙ্গলবার বেলা ১২টায় (CBSE Class 10th Results 2021: CBSE বোর্ডের দশম শ্রেণির ফল)৷ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যয়ের কারণে এই বছর বোর্ড পরীক্ষা বাতিল করা হয়েছিল। বিকল্প মূল্যায়ন নীতির ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হল৷

দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড আসেনি৷ তাই পরীক্ষার্থীদের৷ https://cbseit.in/cbse/2021/rfinder/RollDetails.aspx- এ গিয়ে তাদের অ্যাডমিট কার্ড বা রোল নম্বর অনলাইনে ডাউনলোড করতে হবে। অভিভাবকদের বিবরণ পূরণ করতে হবে এবং তারপরে রোল নম্বর মিলবে।

আরও পড়ুন : Rahul Gandhi-র ‘Breakfast Meeting’ জোটবদ্ধ তৃণমূলসহ বিরোধীরা

সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষার্থীরা তাঁদের রেজাল্ট জানতে ক্লিক করুন cbse.nic.in-এ৷ এ ২০ লক্ষেরও বেশি শিক্ষার্থীর জন্য ফলাফল প্রকাশ করেছে। পড়ুয়ারা তাদের ফলাফল cbse.nic.in, cbseresults.nic.in, digilocker.gov.in- এ দেখতে পারেন। পাবেন মার্কশিটও৷

প্রার্থীদের অবশ্যই পরীক্ষা করে দেখে নিতে হবে যে তাদের মার্কশিটে কোন ভুল আছে কিনা। তাদের মার্কস চেক করতে হবে। আর যে বিষয়গুলো অবশ্যই নজরে রাখতে হবে তা হল…তাদের নামের বানান, ব্যক্তিগত বিবরণ সঠিক কি না, গণনা সঠিক কি না, পাস/ফেল স্ট্যাটাস, প্রি-বোর্ড, ইউনিট টেস্টের সাথে মার্কস মেলে কি না, সেটাও৷

এই প্রথম পরীক্ষা ছাড়া ফলাফল ঘোষণা করছে CBSE বোর্ড। পড়ুয়াদের ইন্টারনাল নম্বর, প্রজেক্টের উপর ভিত্তি করে মূল্য়ায়ন হয়েছে। তৈরি হয়েছে মার্কশিট। ট্রেন্ড বলছে, ২০২১ এ CBSE দশমে  পাশের হার প্রায় ১০০ শতাংশ।

আরও পড়ুন : Tokyo Olympics: সোনার দৌড় শেষ মনপ্রীতদের, এ বার লড়াই ব্রোঞ্জের জন্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest