The results of the All India Engineering Entrance Examination were published, with 18 occupying the first place

প্রকাশিত হল সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার ফল, ১৮ জন দখল করল প্রথম স্থানে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মঙ্গলবার মাঝরাতে প্রকাশিত হল সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স মেইন (JEE Main) পরীক্ষার ফলাফল। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সর্বভারতীয় এই প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান দখল করেছেন ১৮ জন পড়ুয়া। ১০০ পার্সেন্টাইলে রয়েছেন ৪৪ জন।

এই ১৮ জন প্রথম স্থানাধিকারী হলেন গৌরব দাস (কর্নাটক), বৈভব বিশাল (বিহার), দুগ্গিনেনি ভেঙ্কট পনীশ (অন্ধ্রপ্রদেশ), সিদ্ধান্ত মুখোপাধ্যায়, অংশুল বর্মা, মৃদুল আগরওয়াল (রাজস্থান), রুচির বনশল এবং রাব্য চোপড়া (দিল্লি), অমিয় সিঙ্ঘল এবং পল আগরওয়াল (উত্তরপ্রদেশ), কোম্মা শরন্যা এবং জয়সুলা ভেঙ্কট আদিত্য (তেলঙ্গানা), পাসালা বীর শিবা, করনম লোকেশ অবং কাঞ্চাপল্লি রাহুল নাইডু (অন্ধ্রপ্রদেশ), পুলকিত গয়াল (পঞ্জাব) এভং গুরামরিত সিংহ (চণ্ডীগড়)। প্রথম স্থানে অবশ্য পশ্চিমবঙ্গের কোনও পরীক্ষার্থীর ঠাঁই হয়নি।

দেশে ইঞ্জিনিয়ারিংয়ে ভরতির সবচেয়ে বড় পরীক্ষা এটি। এবছর সাধারণ পরীক্ষার্থীদের কথা ভেবে মোট ১৩টি ভাষায় এই পরীক্ষা নেওয়া হয়। সেগুলি হল ইংরেজি, হিন্দি, গুজরাটি, অসমিয়া, বাংলা, কন্নড়, মালয়ালাম, মরাঠি, ওড়িয়া, পাঞ্জাবী, তামিল, তেলুগু এবং উর্দু। এ বছর মোট চারটি ভাগে ভাগ করে এই পরীক্ষা হয়। পরীক্ষার্থীদের সুবিধার্থেই পরীক্ষাটিকে চারটি ভাগে ভাগ করে দেওয়া হয়।

প্রায় ন’লক্ষ ৩৪ হাজার পরীক্ষার্থী বসেছিলেন এবারের পরীক্ষায়। তার মধ্যে প্রথম হয়েছে ১৮ জন। NTA‘র প্রকাশিত বিবৃতি অনুযায়ী প্রথম স্থানাধিকারী পরীক্ষার্থীদের মধ্যে চারজনই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। তাছাড়া তেলাঙ্গানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থান থেকে দু’জন করে প্রথম স্থানে রয়েছেন। এছাড়া পঞ্জাব, বিহার, চণ্ডীগড়, মহারাষ্ট্রের একজন করে পরীক্ষার্থী শীর্ষ স্থানে দখল করেছেন। সব মিলিয়ে অহিন্দিভাষী রাজ্যগুলির পড়ুয়াদের সাফল্যের হার অভাবনীয়।

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest