upper primary interview list published, check at wwwwestbengalssccom.

প্রকাশিত উচ্চ প্রাথমিকের নম্বর-সহ ইন্টারভিউ তালিকা, কীভাবে দেখবেন, জেনে নিন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নির্ধারিত সময়ের আগেই প্রকাশিত হল উচ্চ প্রাথমিকের সংশোধিত ইন্টারভিউ তালিকা। বেলা ১২ টায় তালিকা প্রকাশের কথা থাকলেও আগে থেকেই তালিকা দেখা যাচ্ছে। প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com

নয়া যে ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে আগের মতোই নামের আদ্যক্ষর অনুযায়ী প্রার্থীদের তালিকা দেওয়া হয়েছে। তবে নম্বর পুরোপুরি দেওয়া হয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের পরীক্ষার নম্বর আছে। সেইসঙ্গে পেশাগত যোগ্যতা, টেটের নম্বর মিলিয়ে মোট নম্বর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: স্নাতক স্তরে ভরতি শুরু ২ অগস্ট থেকে, নেওয়া যাবে না প্রবেশিকা পরীক্ষা

কীভাবে ইন্টারভিউয়ের তালিকা দেখবেন?

১) স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com-তে যান।

২) ‘View Interview List in c/w 1st SLST, 2016 (Upper-Primary Level Except Physical Education and Work Education)’-তে ক্লিক করুন।

৩) নয়া পেজ খুলে যাবে।

৪) ‘Subject Applied’ (কোন বিষয়ের জন্য আবেদন), ‘Vacancy Medium’ (স্কুলের মাধ্যম), ‘Vacancy Category’ (ক্যাটেগরি) , ‘Vacancy Gender’ (লিঙ্গ) বেছে নিন।

৫) ‘Submit’ করুন।

৬) তারপর ইন্টারভিউয়ের তালিকা খুলে যাবে।

৭) নামের প্রথম অক্ষর অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়েছে।

নম্বর-সহ ইন্টারভিউ তালিকা দেখার ডিরেক্ট লিঙ্ক – http://result.wbcssc.co.in/Qualified

-তে গিয়ে নম্বর-সহ ইন্টারভিউ তালিকা দেখতে পারবেন।

আগামিকাল (শুক্রবার) কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি আছে। হাইকোর্টের তরফে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, ইন্টারভিউয়ের তালিকা স্বচ্ছ হলে নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হবে। যে মামলার শুনানিতে গত শুক্রবার হাইকোর্টে কমিশন তুমুল ভর্ৎসনার মুখে পড়েছিল। কমিশনের কর্তাদের আশা, আগামিকাল স্থগিতাদেশ উঠে গেলে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে।

আরও পড়ুন: Class 12 Exam 2021:৩১ জুলাইয়ের মধ্যে দ্বাদশের ফল প্রকাশ করতে সব বোর্ডকে সুপ্রিম নির্দেশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest