WBJEE 2022 results will be declared on 17 june

WBJEE 2022: রাজ্য জয়েন্ট পরীক্ষার ফলপ্রকাশ ১৭ জুন, বিকেল চারটে থেকে ফল জানা যাবে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

১৭ জুন অর্থাৎ আগামী শুক্রবার প্রকাশিত হবে জয়েন্টের ফল। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের পর জয়েন্টের ফল বেরনোর কথা আগেই জানিয়েছিল বোর্ড। আর রবিবার সেই দিন ঘোষণা করে বিজ্ঞপ্তি দেওয়া হল। এ বছর ৩০ এপ্রিল রাজ্য জয়েন্টের পরীক্ষা নেওয়া হয়েছিল অফলাইনে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি, আর্কিটেকচার বিভাগে পরীক্ষা হয়। সেই ফলাফল বেরবে ১৭ তারিখ। বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পাবেন। www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in – এই দুই ওয়েবসাইট থেকে ব়্যাংক কার্ড ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন: KK Death: কেকে-র মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে মামলার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট

চলতি বছরে ৩০ এপ্রিল রাজ্য জয়েন্টের পরীক্ষা নেওয়া হয়েছিল। অফলাইন মোডে হয়েছিল সেই পরীক্ষা। ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, আর্কিটেকচার, ফার্মেসি – উচ্চমাধ্যমিকের পর এই তিনটি বিভাগে রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তির জন্য জয়েন্ট পরীক্ষায় বসতে হয় পড়ুয়াদের। এর পর পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে র‍্যাঙ্ক তালিকা তৈরি হয়। সেই র‍্যাঙ্কের ভিত্তিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে ভর্তির সুযোগ পেয়ে থাকে ছাত্রছাত্রীরা। ফল প্রকাশের পর ২০২৩ সালের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করতে পারে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

আরও পড়ুন: Park Circus Firing : পার্ক সার্কাস-কাণ্ডের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, কেন রিমাকে লক্ষ্য করে পরপর দুটি গুলি?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest