West Bengal Board Exams 2022: Release of WB 10th and 12th Exams schedule announced

Madhyamik 2022 – HS Exam 2022: কবে থেকে শুরু হবে আগামী বছরের মাধ্যমিক ও উচমাধ্যমিক? দেখে নিন পুরো সূচি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৭ মার্চ শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ এপ্রিল। করোনা পরিস্থিতির কারণে এই প্রথম নিজের স্কুলেই পরীক্ষা দেবেন উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীরা। তবে মাধ্যমিকের পড়ুয়ারা সেই সুযোগ পাবেন না।

১) প্রথম ভাষা – আগামী ৭ মার্চ।

২) দ্বিতীয় ভাষা – আগামী ৮ মার্চ।

৩) ভূগোল – আগামী ৯ মার্চ।

৪) ইতিহাস – আগামী ১১ মার্চ।

৫) জীবনবিজ্ঞান – আগামী ১২ মার্চ

৬) অঙ্ক – আগামী ১৪ মার্চ

৭) ভৌতবিজ্ঞান – আগামী ১৫ মার্চ।

৮) ঐচ্ছিক বিষয় – আগামী ১৬ মার্চ।

২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে সকাল ১০টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত। ওই দিনেই চলবে একাদশের পরীক্ষা। সেই পরীক্ষা হবে দুপুর ২টো থেকে সোয়া ৫টা পর্যন্ত।

  • ২ এপ্রিল (শনিবার): – বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু (প্রথম ভাষা), সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাত, পঞ্জাবি।
  • ৪ এপ্রিল (সোমবার): – ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা, হিন্দি, নেপালি, অল্টারনেটিভ ইংলিশ।
  • ৫ এপ্রিল (মঙ্গলবার): ভোকেশনাল বিষয় – হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি ও আইটিইএস, ইলেকট্রনিকস, টুরিজম ও হসপিটালিটি, প্লাম্বিং, কন্ট্রাকশন।
  • ৬ এপ্রিল (বুধবার): বায়োলজিকাল সায়েন্স, বিজনেস স্টাডিস, পলিটিকাল সায়েন্স।
  • ৮ এপ্রিল (শুক্রবার): অঙ্ক, সাইকোজলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস।
  • ৯ এপ্রিল (শনিবার): কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভারয়নমেন্টাল স্টাডিজ, হেলথ এবং ফিজিকাল এডুকেশন, মিউজিক, ভিস্যুয়াল আর্টস।
  • ১১ এপ্রিল (সোমবার): ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি।
  • ১৩ এপ্রিল (বুধবার): কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি, সোশিয়োলজি।
  • ১৬ এপ্রিল (শনিবার): কেমিস্ট্র, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবি, ফরাসি।
  • ১৮ এপ্রিল (সোমবার): স্ট্যাটিসটিক্স, জিয়োগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।
  • ২০ এপ্রিল (বুধবার): ইকোনকিমস।

কোন বিষয়ের পরীক্ষার সময় কত?

১) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে। (প্রশ্নপত্র পড়া এবং লেখা – দুটির জন্যই মোট তিন ঘণ্টা ১৫ মিনিট বরাদ্দ আছে)।

২) ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা ২ ঘণ্টা হবে। সেগুলি হল – হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি ও আইটিইএস, ইলেকট্রনিকস, টুরিজম ও হসপিটালিটি, প্লাম্বিং, কন্ট্রাকশন, হেলথ এবং ফিজিকাল এডুকেশন, মিউজিক, ভিস্যুয়াল আর্টস।

কবে প্র্যাকটিকাল পরীক্ষা হবে?

সংসদ জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত প্র্যাকটিকাল পরীক্ষা হবে। প্র্যাকটিকাল পরীক্ষার জন্য সংসদ থেকে কোনও প্রশ্নপত্র পাঠানো হবে না। আগামী বছরও সংসদের ওয়েবসাইটে বিষয় (টপিক) দিয়ে দেওয়া হবে। তার ভিত্তিতে পরীক্ষা নেবে স্কুলগুলি।

এবার হোম সেন্টারে হবে পরীক্ষা

অন্য স্কুলে নয়, করোনাভাইরাস পরিস্থিতিতে আগামী বছর নিজের স্কুলেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ ‘হোম সেন্টারে’ পড়ুয়ারা পরীক্ষা দেবেন। এমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest