West Bengal High Madrasah Result 2022: high madrasah, Alim and Fazil exam result out now,

High Madrasah Result 2022:শীর্ষস্থানে সারিফা খাতুন, প্রথম দশে মালদার ৬, সেরা দশে রয়েছেন ১৫ জন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রকাশিত হল রাজ্য হাই মাদ্রাসার ফলাফল। এবছর হাই মাদ্রাসায় প্রথম স্থান লাভ করেছেন মালদা জেলার সারিফা খাতুন। বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী সারিফা। শুধু সারিফাই নয়, প্রথম দশে থাকা ছয়জন পরীক্ষার্থী মালদা জেলার। তাঁর প্রাপ্ত নম্বর ৭৮৬।

হাই মাদ্রাসায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানও দখল করেছেন একই জেলার আরও দুই ছাত্রী ইমরানা আফরোজ এবং আজিজা খাতুন। তবে তৃতীয় স্থানটি আজিজার সঙ্গে যৌথ ভাবে দখল করেছেন মালদহের ছাত্র মহম্মদ জাহিরুল ইসলাম। ছেলেদের মধ্যে হাই মাদ্রাসা পরীক্ষায় প্রথম হয়েছেন তিনিই।

হাই মাদ্রাসায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানও দখল করেছেন একই জেলার আরও দুই ছাত্রী ইমরানা আফরোজ এবং আজিজা খাতুন। তবে তৃতীয় স্থানটি আজিজার সঙ্গে যৌথ ভাবে দখল করেছেন মালদহের ছাত্র মহম্মদ জাহিরুল ইসলাম। ছেলেদের মধ্যে হাই মাদ্রাসা পরীক্ষায় প্রথম হয়েছেন তিনিই।

আরও পড়ুন: Summer Vacation: আগেই পরে যাবে গরমের ছুটি? জরুরি বৈঠকে ‘বড়’ সিদ্ধান্ত নিতে পারে স্কুল শিক্ষা দফতর

আলিমের মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন ১৪ জন। যৌথ ভাবে প্রথম হয়েছেন মুর্শিদাবাদের ছাত্র মহম্মদ আফজল শেখ এবং উত্তর ২৪ পরগনার মহম্মদ মুজাহিদুল হক। দু’জনেই ৯০০-র মধ্যে ৮৪০ নম্বর পেয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন হুগলির ছাত্র শেখ শাহিদ আখতার এবং তৃতীয় হয়েছেন মালদহের ছাত্রী সারমিন জাহান।

ফাজিলের মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন ১২ জন। ৬০০ নম্বরের মধ্যে ৫৫৫ পেয়ে প্রথম হয়েছেন মহম্মদ আলকামা। মালদহের ছাত্র আলকামার পরেই দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন উত্তর ২৪ পরগনার দুই ছাত্র আবেদ আলি মোল্লা এবং মহম্মদ সফর আলি।

হাই মাদ্রাসায় এ বছর পাসের হারে সবার আগে রয়েছে পূর্ব মেদিনীপুর (৯৮.৫৯ শতাংশ) , আলিমে দক্ষিণ দিনাজপুর (৯৮.৫৯ শতাংশ) এবং ফাজিলে উত্তর ২৪ পরগনা। উল্লেখ্য, মাদ্রাসার ক্ষেত্রে মাধ্যমিক স্তরকে আলিম বলা হয় আর উচ্চমাধ্যমিক স্তরকে ফাজিল।

এবার পরীক্ষা নেওয়ার 40 দিনের মাথায় প্রকাশ হল ফলাফল । তিনটি ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবে পড়ুয়ারা৷ ওয়েবসাইটগুলি হল – www.wbbme.org , www.wbresults.nic.in , www.exametc.com ৷ এছাড়া এসএমএসের মাধ্যমেও পরীক্ষার ফলাফল জানা যাবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে ৷ তারা আরও জানিয়েছে যে আজ থেকেই সব হাই-মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসার প্রধানদের মাদ্রাসা শিক্ষা পর্ষদের আঞ্চলিক অফিসগুলির বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে ।

আরও পড়ুন: Recruitment Alert: বর্তমানে কি কি চাকরির ফ্রম ফিলআপ চলছে জানুন, জেনে নিন নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest