West Bengal Police: Firhad Hakim says decision on recruitment of 12 thousand constables taken in cabinet meeting

West Bengal Police: পুলিশে ১২ হাজার চাকরি, বিপুল নিয়োগ! মমতার বাড়িতে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাজ্য পুলিশে (WB Police) আরও নিয়োগের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। বৃহস্পতিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির বৈঠকে নিয়োগ নিয়ে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের এই খবর জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মোট ১২ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে রাজ্য পুলিশে। পুজোর পর থেকেই সেই প্রক্রিয়া শুরু হবে।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বসে মন্ত্রিসভার বৈঠক। সেখানেই রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগ নিয়ে সিদ্ধান্ত হয়েছে। ফিরহাদ বলেন, ‘‘মোট ১২ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। তাঁদের মধ্যে ৮,৪০০ জন পুরুষ এবং ৩,৬০০ জন মহিলা।’’ তিনি জানিয়েছেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হবে নিয়োগ। রাজ্য পুলিশের বাহিনী এতে আরও শক্তিশালী হবে বলে মনে করছে শাসক শিবির। যদিও বিরোধীরা মনে করছে, এ সব ‘গিমিক’ ছাড়া কিছু নয়।

আরও পড়ুন: Semester Exam: উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু হচ্ছে রাজ্যে, চার বার পরীক্ষায় বসতে হবে পড়ুয়াদের

এছাড়া এদিনের বৈঠকে আরও যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা হল ধূপগুড়িকে মহকুমা করার বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন মেলা। বৈঠক শেষে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানান, ”ক্যাবিনেটে ধূপগুড়িকে মহকুমা করার প্রস্তাব পাশ হয়েছে। ধূপগুড়ি, বানারহাট – দুটি ব্লক ও ধূপগুড়ি পুরসভা নিয়ে তৈরি হবে এই মহকুমা। এর জন্য প্রশাসনিক স্তরে যে যে কাজ করা দরকার, পরিকাঠামো তৈরি করতে হবে, তা আমরা দ্রুতই করব। মানুষ তাতে অনেক বেশি সুবিধা পাবেন।”

উল্লেখ্য, ধূপগুড়িতে উপনির্বাচনের প্রচারে গিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, জিতলে ধূপগুড়িকে আলাদা মহকুমা করা হবে। সেইমতো রাজ্য মন্ত্রিসভায় প্রস্তাব পেশ হয় এবং বৃহস্পতিবার তাতে সিলমোহর পড়ল।

আরও পড়ুন: WBPSC Food SI : প্রকাশিত হল খাদ্য দপ্তরে সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest