Site icon The News Nest

CBSE Class 10 Term 1: ঘোষিত হল দশম ও দ্বাদশ শ্রেণির প্রথম টার্মের দিনক্ষণ, দেখুন পুরো সূচি

যাবতীয় অপেক্ষার অবসান ঘটিয়ে এদিন ঘোষণা হয়ে গেল সিবিএসসির দশম ও দ্বাদশ শ্রেণির প্রথম টার্মের পরীক্ষার দিনক্ষণ। সেন্ট্রেল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসইর পরীক্ষা সম্পর্কীয় তারিখ এদিন ঘোষণা হয়ে গেল। এই ডেটা শিট সম্পর্কে যাবতীয় তথ্য সিবিএসসির যাবতীয় খুঁটিনাটি প্রকাশ করা হয়েছে সিবিএসই ডট গভ ডট ইন ওয়েবসাইটে। সেখানে জানানো হয়েছে, যাবতীয় করোনা বিধি মেনে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা সম্পন্ন হবে।

কবে কবে পরীক্ষা :

১) ৩০ নভেম্বর (মঙ্গলবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – সোশ্যাল সায়েন্স।

২) ২ ডিসেম্বর (বৃহস্পতিবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – সায়েন্স।

৩) ৩ ডিসেম্বর (শুক্রবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – হোম সায়েন্স।

৪) ৪ ডিসেম্বর (শনিবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – ম্যাথেমেটিক্স স্ট্যান্ডার্ড, ম্যাথেমেটিক্স বেসিকস।

৫) ৮ ডিসেম্বর (বুধবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – কম্পিউটার অ্যাপ্লিকেশন।

৬) ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – হিন্দি কোর্স – এ, হিন্দি কোর্স – বি।

৭) ১১ ডিসেম্বর (শনিবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – ইংরেজি (ল্যাঙ্গুয়েজ এবং লিটেরেচার)।

কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, আপাতত শুধুমাত্র মেজর বিষয়ের পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে। যে পরীক্ষা হবে ৯০ মিনিট। প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিটের পরিবর্তে ১৫ মিনিট দেওয়া হবে। ‘মাইনর’ বিষয়ের পরীক্ষার সূচি পৃথকভাবে স্কুলগুলিকে দেওয়া হবে। যে পরীক্ষা শুরু হবে ১৭ নভেম্বর থেকে।

Exit mobile version