ICSE, ISC onsite exams; fresh dates announced

অফলাইনেই হবে ICSE ও ISC দশম ও দ্বাদশ প্রথম সেমেস্টারের পরীক্ষা, প্রকাশিত নতুন সূচি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আইসিএসই দশম ও আইএসসি দ্বাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের পরীক্ষা পিছিয়ে দেওয়ার ঘোষণা হয়েছিল আগেই। এবার নয়া সূচি প্রকাশ করল কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। সিআইএসসিই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দশম ও দ্বাদশের প্রখম সেমেস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আইসিএসই, আইএসসির প্রথম সেমেস্টার নভেম্বরে অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি অফলাইনেই অনুষ্ঠিত হবে। ক্লাস ১০-এর বোর্ড পরীক্ষা ২৯ নভেম্বর থেকে শুরু হবে এবং ক্লাস ১২-এর বোর্ড পরীক্ষা ২২ নভেম্বর থেকে শুরু হবে।

দশম শ্রেণির পরীক্ষাগুলি শুরু হবে সকাল ১১টা থেকে। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসবেন বেলা ২ টো থেকে। প্রশ্নপত্র পড়ার জন্য থাকবে অতিরিক্ত ১০ মিনিট। সব প্রশ্নই হবে মাল্টিপল চয়েজের (MCQ)। এদিনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেশির ভাগ স্কুলের তরফে অনলাইন পরীক্ষার ক্ষেত্রে আপত্তি জানানো হয়েছিল। সেই কারণেই সিবিএসই-র (CBSE) পথে হেঁটে অফলাইন পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাউন্সিল ফর স্কুল সার্টিফিকেট এগজামিনেশনের সচিব জেরি অ‌্যারাথুন জানিয়েছেন, এই ব্যাপারে বিভিন্ন স্কুলের থেকে মতামত জানতে চাওয়া হয়েছিল। তাঁদের কাছে যে মতামত এসেছে, তাতে বেশির ভাগ স্কুলের মতো পরীক্ষা হোক অফলাইনে। কারণ বেশির ভাগ স্কুল জানিয়েছে, সরঞ্জামের অপ্রতুলতা, বিদ্যুৎ ঘাটতি এবং নেটওয়ার্কের সমস্যার জন্য অনলাইনে দশম ও দ্বাদশের পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তাই সিদ্ধান্ত হয়েছে, সূচি মেনে নিজ নিজ স্কুলে গিয়েই প্রথম সেমেস্টারের পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা।

দশমের পরীক্ষা সূচি:

ইংরেজি ভাষা – পেপার ১-এর পরীক্ষা হবে ২৯ নভেম্বর। ইংরেজি সাহিত্য – পেপার ২-এর পরীক্ষা হবে ৩০ নভেম্বর। ইতিহাস ও সিভিকসের পরীক্ষা হবে ২ ডিসেম্বর। হিন্দি পরীক্ষা হবে ৩ ডিসেম্বর। অঙ্ক পরীক্ষা হবে ৬ ডিসেম্বর। ভূগোলের পরীক্ষা হবে ৭ ডিসেম্বর। ফিজিক্সের পরীক্ষা হবে ৯ ডিসেম্বর। কেমিসস্ট্রি পরীক্ষা হবে ১৩ ডিসেম্বর। বায়োলজি পরীক্ষা হবে ১৫ ডিসেম্বর।

দ্বাদশের সূচি:

ইংরেজি সাহিত্য – পেপার ২-এ পরীক্ষা হবে ২২ নভেম্বর। ইংরেজি ভাষা – পেপার ২-এর পরীক্ষা হবে ২৩ নভেম্বর।। ফিজিক্স পেপার ১ (থিওরি) পরীক্ষা হবে ২৫ নভেম্বর। অঙ্ক পরীক্ষা হবে ২৯ নভেম্বর। বিজনেস স্টাডিজ পরীক্ষা হবে ৩০ নভেম্বর। সোশিয়োলজি পরীক্ষা হবে ১ ডিসেম্বর। বায়োলজি পেপার ১ (থিওরি) পরীক্ষা হবে ৩ ডিসেম্বর। ইকোনমিক্স পরীক্ষা হবে ৬ ডিসেম্বর। পলিটিকাল সায়েন্স পরীক্ষা হবে ৯ ডিসেম্বর। কমার্স পরীক্ষা হবে ১০ ডিসেম্বর। কেমিস্ট্রি পেপার ১ (থিওরি) পরীক্ষা হবে ১৩ ডিসেম্বর। ইতিহাস পরীক্ষা হবে ১৬ ডিসেম্বর। অ্যাকাউন্টস পরীক্ষা হবে ২০ ডিসেম্বর।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest