Site icon The News Nest

WBJEE Result 2023 : প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, একনজরে টপ টেন

JEE

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। শুক্রবার দুপুর ২টো বেজে ৩০ মিনিটে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করেন পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। বিকেল ৪টে থেকে রেজাল্ট কিংবা ব়্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।

এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল গত ৩০ এপ্রিল। ২৬ দিনের মাথায় প্রকাশিত হল ফল। মোট নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২৪ হাজার ৯১৯। যা গতবারের থেকে বেশি।

AICTE অর্থাৎ কাউন্সেলিং অফ আর্কিটেকচার এবং ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ জুনের মধ্যে বিভিন্ন কলেজকে কাউন্সেলিংয়ের জন্য অনুমোদন দেওয়া হবে। রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ের আসন সংখ্যা প্রায় ৩৪ হাজার।

জয়েন্টে সফল পড়ুয়াদের মধ্যে এ বছর ৫১ হাজার ৩৪৫ জন উচ্চ মাধ্যমিক বোর্ডের। ISC পরীক্ষার্থী ২ হাজার ১৪২ জন। CBSE পরীক্ষার্থী ২৮ হাজার ২৭ জন। বাকি বোর্ড থেকে জয়েন্ট দিয়েছিলেন ১৫ হাজার ৩৯২ জন ।

টপ টেনে কারা?

প্রথম স্থান- মহম্মদ সাহিল আখতার। ডিপিএস রুবি পার্ক স্কুল।

দ্বিতীয় স্থান- সোহম দাস। ডিপিএস রুবি পার্ক।

তৃতীয় স্থান- সারা মুখোপাধ্যায়। বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়।

চতুর্থ স্থান- সৌহার্দ্য দণ্ডপাঠ। মেদিনীপুর কলেজিয়েট স্কুল।

পঞ্চম স্থান- অয়ন গোস্বামী। দুর্গাপুর হেমশিলা মডেল স্কুল।

ষষ্ঠ স্থান- অরিত্র আম্বুদ দত্ত। সোদপুর নারায়না স্কুল।

সপ্তম স্থান- কিন্তন সাহা। কোটা রাজস্থানের মা ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুল।

অষ্টম স্থান- সাগ্নিক নন্দী। বাঁকুড়া জেলা স্কুল।

নবম স্থান- রক্তিম কুণ্ডু। রাজস্থানের দিশা ডেলফি পাবলিক স্কুল।

দশম স্থান- শ্রীরাজ চন্দ্র। কাটোয়ার হোলি এঞ্জেল স্কুল।

 

Exit mobile version