Site icon The News Nest

সরস্বতী পুজো হতে পারে, তবে খুলছে না কলেজ-বিশ্ববিদ্যালয়, বললেন পার্থ

Partha Chatterjee2

এখনই খুলছে না পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়। বুধবার উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত অনলাইনেই চলবে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্লাস। মার্চ মাসের সেমেস্টারের পরীক্ষাও হবে অনলাইনে।

বুধবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, এখনই খুলছে না কলেজ-বিশ্ববিদ্যালয়। আগামী মার্চে উপাচার্যদের সঙ্গে ফের বৈঠকে বসবেন তিনি। পরবর্তী সিদ্ধান্ত সেই বৈঠকেই নেওয়া হবে। তবে কলেজ কর্তৃপক্ষ মনে করলে আগামী ১৬ ফেব্রুয়ারি কলেজ-বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো করা যাবে। তাঁর কথায়, ‘‘সরস্বতী পুজো করার কথাও বলেছি উপাচার্যদের। তবে কী ভাবে হবে, সে সিদ্ধান্ত কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোই নেবে। এ ক্ষেত্রে একটাই নির্দেশিকা, কোভিড ১৯-এর বিধিকে কোনও ভাবেই উপেক্ষা করা যাবে না।’’

আরও পড়ুন: Scholarship 2020-21: সরকারি স্কলারশিপের জন্য আবেদনের সময়সীমা বৃদ্ধি, দেখে নিন নয়া দিনক্ষণ

বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, ‘কলেজ, বিশ্ববিদ্যালয় এখনও খুলছে না। হস্টেলও খোলা হবে না। শুধু গবেষকদের জন্য খোলা থাকবে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিগুলি। বিজোড় সংখ্যার যে সব সেমেস্টার রয়েছে অর্থাৎ তৃতীয় বা পঞ্চম সেমেস্টার, সে সব সেমেস্টারের পরীক্ষা অনলাইনেই হবে। ৩১ মার্চের মধ্যে শেষ হয়ে যাবে সেই সব পরীক্ষা।’‌

অপরদিকে, ১২ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে স্কুল খোলার সিদ্ধান্তে এদিন কিছুটা এগিয়েছে রাজ্য সরকার। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস চালু করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: একাধিক শূন্যপদে রাজ্য পুলিশে কর্মী নিয়োগ, আবেদন করুন তৎপর

Exit mobile version