স্নাতকোত্তরে এবার ‘খুশি থাকা’র কোর্স! জেনে নিন কোথায় পড়ানো হবে এই বিষয়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: পড়াশোনা নিয়ে চাপে থাকেন কমবেশি সব পড়ুয়াই। আর পড়া শেষ করে পেশাগত জীবনে পা রাখলেই জীবনে এসে পড়ে আরও হরেক রকমের জটিলতা। তার জেরে বিষাদ যেন মানুষের জীবনের সঙ্গী হয়ে উঠেছে। কিন্তু ছাত্রজীবন হোক কিংবা পেশাগত জীবন, আনন্দে থাকাটাই সুস্থ থাকার চাবিকাঠি। তাই জীবনে আনন্দে থাকার পাঠ পড়াবে লখনউ বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: Govt job: রাজ্য সরকারি প্রকল্পে নিয়োগ, ২৭ মার্চের মধ্যে আবেদন করুন

বিশ্ববিদ্যালয়ের এডুকেশনের স্নাতকোত্তরে পড়ানো হবে এই কোর্স। অপশনাল হলেও, পুরোদমে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে এই ‘হ্যাপিনেস’ কোর্সে। পড়তে পারবেন বিজ্ঞান ও বাণিজ্য, দুই বিভাগের পড়ুয়ারাই। বিষয়ের নাম ‘এডুকেশন ফর হ্যাপিনেস।
কেন এই পাঠক্রম?

Gmail 4

 

 

 

লখনউ বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগের শিক্ষিকা অমিতা বাজপেয়ী জানালেন, এই কোর্সে শেখানো হবে আনন্দের আসন মানে কি। কীভাবে আনন্দে থাকতে হয়। এই কোর্সের অন্তর্ভূক্ত থাকবে দর্শন ও ভগবদ্গীতা। অ্যাকাডেমিক কাউন্সিলে কোর্সটির নকশা পাঠানো হবে শিগগিরিই।

আরও পড়ুন: West Bengal Government Jobs: অষ্টম শ্রেণী পাশে একাধিক পদে নিয়োগ, জেনে নিন বিস্তারিত

কোর্সটি জনপ্রিয়তা পেলে, পরে ডিগ্রি ও ডিপ্লোমাও চালু করা হতে পারে। খবর, বিভাগ সূত্রে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest