প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষাসূচি, ১৫ জুন থেকে একই সঙ্গে চলবে একাদশের পরীক্ষা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ঘোষিত হল উচ্চ মাধ্যমিক ২০২১-এর সূচি। বৃহস্পতিবার সূচি প্রকাশ করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সূচি অনুসারে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৫ জুন থেকে। চলবে ৩০ জুন পর্যন্ত।

উচ্চ মাধ্যমিকের সঙ্গে প্রকাশিত হয়েছে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচিও। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল পরীক্ষা ১০ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে গ্রহণ করার কথা প্রত্যেক বিদ্যালয়কে জানানো হয়েছে। উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি প্রত্যেক বিদ্যালয়কে করোনা পরিস্থিত মাথায় রেখে নিজ দায়িত্বে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ২০ এপ্রিলের মধ্যে প্রত্যেক বিদ্যালয়কে প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর সংসদে জমা দিতে হবে।

আরও পড়ুন: ডিসেম্বরেও খুলছে না পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়

পাশাপাশি প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচিও। ১৫ জুন মঙ্গলবার শুরু হবে লিখিত পরীক্ষা ও শেষ হবে ১০ জুন বুধবার। প্রসঙ্গত, আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, করোনা আবহে এবছর ‘টেস্ট’ না দিয়েই সরাসরি বোর্ডের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের।

উচ্চ মাধ্যমিকের সঙ্গেই ১৫ জুন থেকে শুরু হবে একাদশের বার্ষিক পরীক্ষা। ৩ জুলাই পর্যন্ত চলবে সেই পরীক্ষা। এর আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ছিলেন করোনা পরিস্থিতি ও বিধানসভা নির্বাচনের জন্য ১ জুন থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক শেষ হলে হবে উচ্চ মাধ্যমিক। এদিন উচ্চ মাধ্যমিকের সূচি প্রকাশিত হলেও মাধ্যমিকের সূচি এখনো প্রকাশ করেনি মধ্যশিক্ষা পর্ষদ।

সময়সূচি:

১৫ জুন, ২০২১ (মঙ্গলবার) – বাংলা (এ), ইংরাজি (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু, সাওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাতি, পাঞ্জাবি
১৭ জুন, ২০২১ (বৃহস্পতিবার)- বাংলা (বি), ইংরাজি (বি), হিন্দি (বি), নেপালি (বি), অল্টারনেটিভ ইংরাজি,

১৮ জুন, ২০২১ (শুক্রবার) # হেল্থ কেয়ার # অটো মোবাইল # অর্গানাইজ রিটেলিং # সিকিউরিটি # আইটি এবং আইটিইএস ভোকেশনাল সাবজেক্ট

১৯ জুন ২০২১ (শনিবার) বিসনেজ স্টাডিজ, বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান

২১ জুন ২০২১ (সোমবার) অঙ্ক, অ্যাগ্রোনমি, ইতিহাস, নৃতত্ত্ব (অ্যানথ্রোপলজি), মনোবিদ্যা (সাইকোলজি)

২২ জুন ২০২১ (মঙ্গলবার) কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশবিদ্যা, # স্বাস্থ্য এবং শারীরিকবিদ্যা # সঙ্গীত, # ভিজুয়াল আর্ট

২৪ জুন ২০২১ (বৃহস্পতিবার) দর্শন, সমাজতত্ত্ব, কমার্শিয়াল ল’ অ্যান্ড প্রিলিমিনারিজ অব অডিটিং

২৬ জুন, ২০২১ (শনিবার) পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, এডুকেশন, অ্যাকাউন্ট্যান্সি,

২৮ জুন, ২০২১ (সোমবার) রসায়ন, অর্থনীতি, সাংবাদিকতা, সংস্কৃত, পার্সি, আরবি, ফেঞ্চ

৩০ জুন, ২০২১ (বুধবার) রাশিবিজ্ঞান, ভুগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট

# পরীক্ষা হবে ২ ঘণ্টার

আরও পড়ুন: পিছিয়ে গেল ২০২১ সালের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা, কবে হবে জানালেন শিক্ষামন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest