চলতি বছরে কবে হবে JEE অ্যাডভান্সড EXAM? জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বছরের শুরুতেই এবারের জেইই অ্যাডভান্সড পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক (Ramesh Pokhriyal Nishank)। চলতি বছরে দেশের IIT’গুলোতে ভরতি হওয়ার এই প্রবেশিকা পরীক্ষাটি হবে আগামী ৩ জুলাই। বৃহস্পতিবার এমনটাই জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। পরীক্ষা পরিচালনার দায়িত্ব পেয়েছে আইআইটি খড়গপুর (IIT Kharagpur)। শুধু তাই নয়, করোনা আবহে পড়ুয়াদের দাবি মেনে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বাধ্যতামূলক ৭৫ শতাংশ নম্বর পাওয়ার নিয়মও এবারের মতো রদ করা হয়েছে।

(JEE Advanced to be held in July. The board exam criterion to have 75% marks has been relaxed, the education minister Ramesh Pokhriyal Nishank announced.)

আরও পড়ুন: শাসক দলের বিরোধিতা কী দেশদ্রোহিতা, প্রশ্ন সচেতন সংখ্যালঘু-সংখ্যাগুরু মনে

দেশের আইআইটিগুলোতে ভরতি হতে গেলে প্রথমে পড়ুয়াদের JEE মেইন পাশ করতে হয়। তারপর তাঁরা জেইই অ্যাডভান্সড পরীক্ষায় বসার সুযোগ পান। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই মেলে আইআইটিতে সুযোগ। এছাড়া পড়ুয়াদের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর পাওয়াও বাধ্যতামূলক।
তবে গত বছরই এই নম্বরের বিষয়টি প্রত্যাহার করেছিল শিক্ষামন্ত্রক। কারণ করোনা আবহে (Corona Pandemic) অধিকাংশ জায়গাতে পরীক্ষাই সম্পূর্ণ করা যায়নি। এবারও পড়ুয়াদের দাবি মেনে সেই নিয়মটি প্রত্যাহার করা হয়েছে। এছাড়া যাঁরা গতবার মেইনস পাশ করেও অ্যাডভান্সড পরীক্ষাটিতে বসতে পারেননি, তাঁদেরও এবার JEE অ্যাডভান্সড পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়েছে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest