দশম পাশ? বিনা পরীক্ষায় সরকারি সংস্থায় হচ্ছে নিয়োগ!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পুজোর মরসুমে চাকুরীপ্রার্থীদের জন্য সুখবর। NCL-এ (NCL Recruitment 2020) রয়েছে বিপুল চাকরির সুযোগ। নর্দ্যান কোল্ডফিল্ডস লিমিটেডে শিক্ষনবিশ পদে বিপুল নিয়োগ চলছে। মোট ৪৮০টি পদে হবে এই নিয়োগ। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করা যে কেউ আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর। আবেদনকারীদের বয়সসীমা ২৪ থেকে ১৮ বছর।

HEMM মেকানিক কিংবা খনি ইলেকট্রিশিয়ান পদের জন্য অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করা বাধ্যতামূলক। তবে ডাটা এন্ট্রি  ও অপারেটরদের কাজে দশম শ্রেণির যে কেউ আবেদন করতে পারবেন। আবেদনের জন্য সর্বনিম্ন বয়স ১৮ ও সর্বোচ্চ বয়স ২৪ হতে হবে।

আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর। তাই দ্রুত আবেদন করতে জানিয়েছে সংস্থা। nclcil.in এই ওয়েবসাইটে গিয়ে দ্রুত আবেদন করতে পারবেন চাকুরীপ্রার্থীরা। এই লিঙ্কে ক্লিক করলেই চাকরির বিজ্ঞপ্তিটিও পাওয়া যাবে।

আরও পড়ুন : Breaking : এবার করোনায় আক্রান্ত RBI-এর গভর্নর শক্তিকান্ত দাস

বিজ্ঞপ্তিতে সংস্থা যা জানিয়েছে

  • একজন আবেদনকারী মাত্র একবারই চাকরির জন্য আবেদন করতে পারবেন। বারবার আবেদন করলে, তাঁকে বাতিল করে দেওয়া হবে।
  • জেনারেলদের জন্য মার্কসিটে নম্বর ৫০ শতাংশ থাকতে হবে। ৪৫ শতাংশ নম্বর এসসি, এসটি ও বাকিদের জন্য।
  • ফর্ম ফিলাপের সময়ে, পাসপোর্ট সাইজ ছবি। জন্ম সংশাপত্র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক রেজাল্ট, আধার কার্ডের কপি, ঠিকানা, কাস্ট সার্টিফিকেট কপি জমা দিতে হবে
  • ফর্ম ফিলাপের পরে প্রত্যেকের মেলে রোল নম্বর পাঠিয়ে দেওয়া হবে। এই জন্য প্রত্যেক আবেদনকারীকে সঠিক মোবাইল নম্বর ও মেল আইডি জমা দিতে বলা হয়েছে। কারণ সমস্ত বিজ্ঞপ্তি মেলেই আসবে।
  • ফর্ম ফিলাপের সময় ভুল তথ্য দিলে সেই আবেদনকারীরা ফর্মটি বাতিল হয়ে যাবে।
  • মেরিট লিস্ট তৈরির সময় যদি ২জনের একই নম্বর চলে আসে, তখন যাঁর বয়স বেশি। তাঁকেই অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন : হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরলেন কপিল দেব

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest