ওয়েস্ট বেঙ্গল তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে হাই মাদ্রাসা ও মাধ্যমিক কৃতিদের সংবর্ধনা কালিয়াচক টাউন লাইব্রেরীতে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সোমবার ওয়েস্ট বেঙ্গল তৃণমূল মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের মালদা জেলা শাখার উদ্যোগে হাই মাদ্রাসা ও মাধ্যমিক উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হল কালিয়াচক টাউন লাইব্রেরীতে।

কালিয়াচকের উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রী নাজনীন আজাদ, তাহেনুজ্জামান ও রহিমা খাতুনকে সংবর্ধনা জানিয়ে তাদের হাতে অভিধান, ডায়েরি, কলম, ফুলের স্তবক, উত্তরীয়, মিষ্টির প্যাকেট ও শংসাপত্র তুলে দেওয়া হয়। ওয়েস্টবেঙ্গল তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন এর রাজ্য সভাপতি ফারহাদ সাহেবের নির্দেশে এই সংবর্ধনা অনুষ্ঠানটি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সকল কৃতি ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক/অভিভাবিকারা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার শীর্ষ নেতৃত্ব সাকিলুর রহমান, অন্যতম জেলা নেতৃত্ব আব্দুল লাহীল মামুন, সিরাজুল হক, শিক্ষক এজাজুল হক, মমিনুল হক ও নামদার শেখ প্রমুখ।

আরও পড়ুন: মাধ্যমিকে রাজ্যে প্রথম অরিত্র,মাদ্রাসা পরীক্ষায় জেলার সেরা সাদিয়া, আপ্লুত মেমারি

WhatsApp Image 2020 07

সাকিলুর রহমান বলেন, ‘আমরা কালিয়াচকের তিনজন কৃতি ছাত্র-ছাত্রী যারা মাধ্যমিকে রাজ্যে দুজন অষ্টম ও একজন দশম স্থান অধিকার করেছে তাদের আজ আমরা সংবর্ধনা জানালাম ওয়েস্ট বেঙ্গল তৃণমূল মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের তরফে। এবং তার সাথে সাথে আগামী প্রজন্মের যারা ছাত্র-ছাত্রী তারা যেন তাদের ফলাফল দেখে অনুপ্রাণিত হয় এবং আগামীতে তারা আরোও ভালো রেজাল্ট কালিয়াচক এর মাটিতে নিয়ে আসতে পারে।’

উপস্থিত মাননীয় শিক্ষক মোহাম্মদ এজাজুল হক জানান, ‘এই লকডাউন এর পরিস্থিতিতেও আমাদের এই ছোট্ট প্রয়াস সফল হয়েছে আমরা এখানে সামাজিক দূরত্ব বজায় রেখেই সংবর্ধনা অনুষ্ঠান করলাম এবং যে সকল ছাত্র-ছাত্রী কালিয়াচকের ভালো ফলাফল হাই মাদ্রাসা ও মধ্যশিক্ষা পর্ষদের তিনজন ছাত্র-ছাত্রী ফলাফল করেছে আমরা তাদের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি ও তাদের প্রতি অসংখ্য শুভেচ্ছা রইল।’

আরও পড়ুন: CRPF Recruitment: ৭৮৯ খালি পদের জন্য করা হচ্ছে কর্মী নিয়োগ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest