নয়াদিল্লি: ফের আবেদনের মেয়াদ বাড়ানো হল UGC- National Eligibility Test (UGC NET) June 2020 সহ মোট ৪টি পরীক্ষার।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ভরতির পরীক্ষা JNUEE 2020, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (ICAR 2020) ও জয়েন্ট CSIR- ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (CSIR-NET June 2020), এই সমস্ত পরীক্ষায় আবেদনের সময় বাড়িয়ে ৩১ মে,২০২০ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। এর আগে ICAR 2020, JNUEE 2020, ও CSIR NET June 2020 পরীক্ষায় আবেদনের শেষ তারিখ ছিল ১৫ মে এবং UGC NET পরীক্ষার আবেদনের সময়সীমা ছিল ১৬ মে।
আরও পড়ুন: যাদবপুরে স্নাতক-স্নাতকোত্তর স্তরের শেষ সেমেস্টারের চূড়ান্ত পরীক্ষা অনলাইনেই
In view of the hardships faced by the parents & students due to #COVID19 epidemic and requests received from many students, I have advised @DG_NTA to extend/ revise the dates of submission of online application forms for various Examinations:
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) May 15, 2020
⭕ICAR⭕JNUEE⭕UGC-NET ⭕CSIR-NET pic.twitter.com/vp1HCL7l4U
NTA-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, করোনা সংকটকালে ছাত্রছাত্রী ও অভিভাকদের অসুবিধার কথা ভেবে এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে আসা আবেদনের ভিত্তিতে চারটি পরীক্ষার অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হল। ৩১ মে বিকেল ৫টার মধ্যে অনলাইন আবেদন জমা দিতে হবে এবং রাত ১১.৫০ মিনিটের মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।
আবেদনকারীরা আবেদনের জন্য নির্দিষ্ট টাকা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI বা Paytm এর মাধ্যমে জমা করতে পারবেন।পরীক্ষা সংক্রান্ত সঠিক ও বিস্তারিত খবর জানতে আবেদনকারীদের NTA-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
যাদের ফর্ম ভরা হয়ে গিয়েছে। তারা পুনরায় আবেদন পত্র সংশোধন করতে পারবেন।
আরও পড়ুন: করোনার থাবা এবার রুজি-রুটিতে, চাকরি গেল Zomato-র ৫০০ কর্মীর