HS exam result 2020: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা, দেখুন রেজাল্ট জানার উপায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

হাতে পড়ে নেই আর সাড়ে চার ঘণ্টাও। শুক্রবার বিকেল ৩.৩০ টের সময় প্রকাশিত হবে এবারের উচ্চ মাধ্যমিকের ফল।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education বা WBCHSE) তরফে জানানো হয়েছে, আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন সংসদ সভাপতি মহুয়া দাস। তবে মেধাতালিকা প্রকাশ করা হবে না। বিকেল চারটে থেকে বিভিন্ন ওয়েবসাইট, এসএমএস এবং অ্যাপের মাধ্যমে ফল জানতে পারবেন পড়ুয়ারা।

পাশাপাশি করোনাভাইরাস আবহে এবার ফল প্রকাশের দিন মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে না। আগামী ৩১ জুলাই দুপুর ২ টো থেকে সংসদের বিভিন্ন ক্যাম্প থেকে সেই নথি বিতরণ করা হবে। তারপর যত দ্রুত সম্ভব পরীক্ষার্থী বা অভিভাবকদের ডেকে সামাজিক দূরত্বের বিধি পালন করে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দাম মাত্র ৪৫০০! খুবই অল্পদামে ঝড় তুলতে আসছে Reliance Jio-র নতুন ফোন

কীভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২০ সালের রেজাল্ট (HS Result 2020) দেখবেন :

১) উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে (wbchse.nic.in) যান।

২) WBCHSE Result 2020 লিঙ্কে ক্লিক করুন।

৩) নিজের রোল নম্বর এবং জন্ম তারিখ দিন। ‘Submit’-এ ক্লিক করুন।

৪) স্ক্রিনে আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২০ সালের রেজাল্ট (HS Result 2020) দেখাবে।

৫) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রেখে দিন।

আরও একাধিক ওয়েবসাইট থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২০ সালের রেজাল্ট (HS Result 2020) দেখা যাবে, সেগুলি হল :

১) wbresults.nic.in

২) www.exametc.com

৩) www.indiaresults.com

৪) www.results.shiksha

কীভাবে SMS-এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২০ সালের রেজাল্ট (HS Result 2020) দেখবেন :

১) WB12<space>Roll Number লিখে 54242 নম্বরে মেসেজ পাঠিয়ে দিন।

২) WB12<space>Roll Number লিখে 5676750 নম্বরে মেসেজ পাঠিয়ে দিন।

কীভাবে অ্যাপের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২০ সালের রেজাল্ট (HS Result 2020) দেখবেন :

Google Play Store-এ গিয়ে WBCHSE Results 2020 App ডাউনলোড করুন। সেখানেই রেজাল্ট দেখতে পাবেন।

আরও পড়ুন: অবিকল মানুষের মতো ঠোঁট-দাঁত! জেনে নিন এই মাছের নাম ও ধাম…

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest