Site icon The News Nest

দেখা গেল না চাঁদ, ইদের তারিখ ঘোষণা করল দিল্লির জামা মসজিদ

নয়াদিল্লি: কখন দেখা যাবে চাঁদ, তারই আশায় আকাশের দিকে চোখ রেখেছিলেন কোটি কোটি মুসলমান ধর্মালম্বীরা। কিন্তু শনিবার দেখা মিলল না চাঁদ। তাই আরও একদিন প্রতীক্ষা ইদ-উল-ফিতরের জন্য। দিল্লির জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি এই কথা জানিয়েছেন। 

একই সুর শোনা গিয়েছে কলকাতার নাখোদা মসজিদের বিবৃতিতেও। এখানেও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কেউ যেন সোমবার ইদের নামাজের জমায়েত না করেন।

সূর্যোদয়ের আগে সেহরি এবং সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা পালন করা হয়। রমজান মাসের ২৯ তম বা ৩০ তম দিনে ইদের চাঁদ দেখা দেওয়ার পর, মিঠি ইদ পালিত হয়।

ঠিক কোন দিনে ইদ-উল-ফিতর পালন করা হবে, তা নির্ভর করে ইদের চন্দ্রোদয়ের ওপর। বিভিন্ন দেশে ইদের দিনক্ষণ বিভিন্ন। আরবদেশের ঘোষণার পরই ইদ পালন করা হয়। চন্দ্রকলার ওপর নির্ভর করে হিজরি বা ইসলামিক ক্যালেন্ডার, যা ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। নতুন চাঁদ বা অর্ধচন্দ্রের উপস্থিতি নতুন মাসের আগমন জানান দেয়।

এদিন চাঁদ দেখা যায় নি। তাই নিয়ম অনুযায়ী, রবিবার দেখা মিলবে চাঁদের। খুশির ইদ পালিত হবে সোমবার। 

Exit mobile version