নেই মেহেন্দির রং, আতরের খুশবু, হালিমের সুগন্ধ…এমন বিষন্ন ঈদ কলকাতা আগে দেখেনি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: করোনার মৃত্যূছোবল, তার সঙ্গে আমফানের তাণ্ডব ৷ দুইয়ের সাঁড়াশি আক্রমণে ধর্মপ্রাণ মুসলমানদের সেরা উৎসব ঈদ উল ফিতর যেন এক বিষন্নতায় পরিণত হল ৷ কলকাতা এর আগে কখনো অমন বিষন্ন ঈদ দেখেনি ৷ পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ঈদের আলোকসজ্জা নেই, নেই ঈদের বাজারে সেই প্রাণবন্ততা ৷ কিশোরীরা হাতে চিত্র বিচিত্র মেহেন্দি লাগিয়েছে সংগোপনে ৷ সেই মেহেন্দিও যেন বিবর্ণ ৷ 

করোনার কারণে গোটা বিশ্বে এবার ঈদ উৎসব ঘরবন্দি ৷ কলকাতাতেও তাই৷ কলকাতার রেড রোডে প্রতিবার ঈদে নামাজ পাঠ করা হয় সম্মিলিত ভাবে ৷ পঞ্চাশ হাজার মানুষের ভিড় হয় ৷ এবার করোনার কারণে ঈদের নামাজ হল না ৷

আরও পড়ুন: করোনা কি বিমানে ছড়ায় না? মাঝের আসনে যাত্রী কেন? সুপ্রিম কোর্টে তিরষ্কৃত কেন্দ্র

ঈদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী একটি লিখিত বিবৃতিতে এবার সবাইকে ঘরে বসে ঈদ এর প্রার্থনা করতে বলেছেন৷ তৃণমূল জানিয়েছেন, করোনা সংক্রমণের সম্ভাবনা আছে ৷ কেউ মসজিদে যাবেন না ৷ মসজিদ থেকে ইমাম সাহেব অথবা মুয়াজ্জেমরা নামাজের ডাক দেবেন ৷ ঘরে বসেই নামাজ পড়ুন ৷ তিনি বলেছেন, প্রতিবার তিনি রেড রোড এর নামাজে অংশ নেন ৷ এবার নেওয়া হয়নি বলে তাঁর মনেও কষ্ট আছে ৷

কলকাতার সচেতন মুসলমানেরা ঈদ উৎসবের আগে শেষ শুক্রবারের পবিত্র নামাজ জামাত উল বিদা পড়তেও মসজিদে যাননি ৷ ঈদের জন্যে কিছু কিছু দোকানপাট খুললেও ভিড় প্রায় নেই বললেই চলে ৷ করোনা এবং আম্ফানের জোড়া ফলায় যেন বিদ্ধ ঈদ উৎসব ৷ এবার ধর্মীয় সমাবেশ, মেলামেশা, কোলাকুলি সব বন্ধ করোনার কারণে ৷ ঈদের মহাভোজে হালিম, টাংরি কাবাব, মুর্গ কোর্মা, শাহি বিরিয়ানি, শির খুরমা আর মিঠি সেভিয়ান থাকেই থাকে৷ এবার কলকাতার ঈদে মশলার সেই খুশবু নেই৷ করোনা আর আম্ফান কলকাতার ঈদকে নিষ্প্রভ করে দিয়েছে ৷ এমন বিষন্ন ঈদ কলকাতা আগে দেখেনি৷

আরও পড়ুন: ১১ বছর পর ইদে এল না সলমনের ফিল্ম, ভক্তদের জন্য অন্য সারপ্রাইজ ভাইজানের

Gmail 3
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest