ওয়েব ডেস্ক: ক্যানসারের সঙ্গে প্রায় দুইবছর পাঞ্জা লড়ার পর বৃহস্পতিবার মুম্বইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন প্রখ্যাত বলিউড অভিনেতা ঋষি কাপুর। তাঁর স্ত্রী নীতু কাপুর শনিবার ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেন।
দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন তাঁদের। তার আগে বছর ছয়েকের প্রেম। ১৯৭৪ সালে ‘জেহেরিলা ইনসান’ ছবির সেটে আলাপ হয় ঋষি কাপুর এবং নীতু সিংয়ের। তারপর ১৯৮০ সালে বিয়ে। বিয়ের আগে একাধিক ছবিতে কাজও করেছেন একসঙ্গে। শেষ ২ বছর মারণ রোগের সঙ্গে ঋষির লড়াইয়েও সর্বক্ষণের সহযোদ্ধা ছিলেন নীতু। কিন্তু ৪৬ বছরের সম্পর্কের বাঁধন আলগা করে নীতুকে একলা করে দিয়ে চলে গিয়েছেন ঋষি। আর তাই বোধহয় ইনস্টাগ্রামে সদাহাস্যময় ঋষি কাপুরের উজ্জ্বল একটা ছবি শেয়ার করে নীতু লিখেছেন, “আমাদের গল্প ফুরোল।“
আরও পড়ুন: অসম্ভব শুকনো ত্বক, মুখে বলিরেখা, আপনি ভিডামিন D-র অভাবে ভুগছেন না তো ?
ছবিতে দেখা যাচ্ছে সদাহাস্য ঋষি কাপুর ব্ল্যাক লেবেল পান করছেন। পেয়ালায় চুমুক দেওয়ার আগে তৃপ্ত মুখে ছবির জন্য পোজ দিচ্ছেন ঋষি। ঋষি কাপুর যে মদ্যপান করতে ভালোবাসতেন, এটা নিজেই অভিনেতা বলেছেন একাধিকবার। একসময় অত্যন্ত মদ্যপানের জন্য সম্পর্কে চিড়ও ধরে। কিন্তু সময়ের স্রোতে জোড়া লাগে স্বামী-স্ত্রীর সম্পর্ক। এদিন তাই মদ্যপান রত ঋষি কাপুরের ছবি শেয়ার করার মধ্যে আছে একটা পোয়েটিক জাস্টিস।
সোশ্যাল মিডিয়ায় নীতু কাপুরের এই পোস্ট ১ লক্ষেরও বেশি মানুষ লাইক করেছেন। কমেন্টও করেছেন বিভিন্নজন। যেখানে ঋষি কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানি, ভাইঝি করিশ্মা কাপুর ছাড়াও শ্বেতা বচ্চন নন্দা, সোনু সুদ সহ একাধিক তারকাকে কমেন্ট করতে দেখা গিয়েছেন। সোনু সুদ লিখেছেন, ”আপনাদের এই গল্প আজকের দিনে দাঁড়িয়ে অনেক মানুষকে অনুপ্রেরণা দেবে। কিছু গল্প কখনও শেষ হয় না। এই গল্পও আমাদের হৃদয়ে বেঁচে থাকবে।”
দীর্ঘ দুবছর লিউকেমিয়ার সঙ্গে লড়াই করার পর অবশেষে জীবনের কাছে হার মেনেছেন ঋষি কাপুর। তাঁর এই দীর্ঘ লড়াইয়ে সবসময় পাশে ছিলেন স্ত্রী নীতু কাপুর। বিদেশ থেকে চিকিৎসা করিয়ে ফিরে এসেও সাক্ষাৎকারে ঋষি কাপুর জানিয়েছিলেন, তাঁর এই লড়াইয়ে তিনি যেভাবে স্ত্রী নীতু ও ছেলে রণবীর ও মেয়ে ঋদ্ধিমাকে পাশে পেয়েছেন তা তিনি কখনও ভুলবেন না।
আরও পড়ুন: রেশন বিলি নিয়ে রণক্ষেত্র মুর্শিদাবাদ,ডিলারের বাড়ি ও দোকানে আগুন,গন্ডগোল বর্ধমানেও