Mahesh Manjrekar, who has cancer, is stable after surgery

Mahesh Manjrekar: ক্যান্সারে আক্রান্ত মহেশ মঞ্জরেকর, অস্ত্রোপচারের পর স্থিতিশীল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

হিন্দি ও মরাঠি সিনেমা জগতের বিখ্যাত অভিনেতা, পরিচালক মহেশ মঞ্জরেকর (Mahesh Manjrekar)। সম্প্রতি তিনি দক্ষিণ মুম্বইয়ের এইচ. এন. রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন। চিকিৎসায় ইউরিনারি ব্লাডারে ক্যান্সার (urinary bladder cancer) অর্থাৎ মূত্রথলিতে ক্যান্সার ধরা পড়ার পর সার্জারি হয় তাঁর। সার্জারি শেষে আপাতত বাড়ি ফিরেছেন বিখ্যাত এই অভিনেতা পরিচালক।

ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরেই ইউরিনারি ব্লাডারের ক্যান্সারে ভুগছিলেন মহেশ। প্রাথমিক চিকিৎসার পর ডাক্তার তাঁকে সার্জারি করার উপদেশ দেন। সার্জারির পরও বেশ কিছুদিন হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। দিন কয়েক আগে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। আপাতত তিনি বাড়িতেই বিশ্রামে রয়েছেন। আপাতত তাঁকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রচুর নিয়মকানুন মানতে হবে। যদিও অসুস্থতার মধ্যেও প্রচণ্ড ব্যস্ত মহেশ। নিজের দেখাশোনার পাশাপাশি তিনি তাই দ্রুত কাজ শেষ করার চেষ্টাও করছেন।

আরও পড়ুন: ‘Bell Bottom’ : ব্যান করা হল অক্ষয় কুমারের বেল বটম!

মহেশকে শেষ দেখা গিয়েছে ডিজনি প্লাস হটস্টারের সিরিজ ‘১৯৬২: দ্য ওয়ার ইন দ্য হিলস’-এ। এই সিরিজে তাঁর সঙ্গে অভিনয় করেছেন অভয় দেওল। এই সিরিজ দিয়েই মঞ্জরেকর গত বছর প্রথম ওয়েব দুনিয়ায় আত্মপ্রকাশ করলেন। আগামী দিনে তাঁকে দেখা যাবে সলমন খান এবং তাঁর ভগ্নিপতি আয়ুশ শর্মা অভিনীত ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবিতে। এ ছাড়াও, বছরের শেষে মহেশ মঞ্জরেকর ছোট পর্দায় আসছেন ‘বিগ বস মরাঠি’ -র তৃতীয় সিজন নিয়ে। এই রিয়্যালিটি শো-এ তিনি সঞ্চালক। খবর, আগের দু’টি সিজনেরও সঞ্চালনায় ছিলেন তিনিই।

প্রসঙ্গত, বছর তিনেক আগেই ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। ব্যক্তিগত জীবনেও মহেশ মঞ্জরেকরের সঙ্গে সঞ্জয়ের বন্ধুত্ব বেশ গাঢ়। তাঁর পরিচালিত একাধিক ছবিতেই দেখা গিয়েছে সঞ্জুবাবাকে। এবার ঘনিষ্ঠ বন্ধুর মতোই মহেশের শরীরেরও থাবা বসাল ক্যানসার। সূত্রের খবর, প্রাথমিক পর্যায়েই পরিচালক-অভিনেতার ক্যানসার ধরা পড়ায় চিকিৎসা শুরু করা হয়েছে তড়িঘড়ি।

আরও পড়ুন: হাতে পানীয়ের গ্লাস, মলদ্বীপে বোল্ড অবতারে Srabanti Chatterjee, চোখ কপালে নেটিজেনদের

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest