83 Teaser: A Glimpse Of Ranveer Singh As Kapil Dev's Catch That Won The World Cup

লর্ডসের মাঠে কপিল দেবের দুর্ধর্ষ ক্যাচ, বিশ্বজয়ের স্মৃতি ফেরাল 83- র Teaser

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

লডর্সের মাঠে ভিভ রিচার্ডসের ক্যাচ ধরতে প্রাণপণে দৌড়াচ্ছেন কপিল দেব! ১৯৮৩-র ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে মাত্র ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নামা দু-বারের বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ হেলায় ম্যাচ জিতবে তেমনটাই ভেবেছিল সকলে। কিন্তু সব ইতিহাস পালটে দেয় কপিল দেবের নেতৃত্বাধীন ভারতীয় দল, ১৯৮৩-র ২৫শে জুন লডর্সের মাঠে বিশ্বকাপ জয়ের সোনালি ইতিহাস লেখে টিম ইন্ডিয়া। এবার সেই বাস্তব কাহিনিই উঠে আসবে রুপোলি পর্দায়। সৌজন্যে পরিচালক কবীর খানের ‘৮৩’। করোনা কাঁটায় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই ছবির টিজার মুক্তি পেল শুক্রবার। প্রথম ঝলকেই সিনেদর্শকদের উন্মাদনার পারদ আরও চড়িয়েছে।

সাদা-কালো টিজার তুলে ধরল ম্যাচের একটা সিকোয়েন্স। যেখানে কপিল-রূপী রণবীর ময়দানে ছুটছেন হ্যারিকেন গতিতে। চুলের ছাঁট, গলার কালো সুতো, ভারতীয় ক্রিকেট টিমের সাদা জার্সি গায়ে, ঘন গোঁফ.. এ যেন হুবহু কপিল দেব। নেপথ্যে পরিচাবক কবীর খান (Kabir Khan)। দু বছর আগেই শুটিং হয়ে গিয়েছিল। মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালেই, কিন্তু বাদ সাধে অতিমারী। করোনার কোপে পিছিয়ে যায় ‘৮৩’ সিনেমার মুক্তি। তবে এবার শেষমেশ টিজার মুক্তি পাওয়ায় আশায় বুক বেঁধেছেন দর্শকরা।

ছবিতে রণবীর সিং যেখানে কপিল দেবের ভূমিকায়, সেখানে কপিলের স্ত্রী রোমির চরিত্রে দেখা যাবে রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। এই ছবির জন্য কঠোর হোমওয়ার্কও করেছেন অভিনেতা। দশ দিন গিয়ে কপিল দেবের বাড়িতে ছিলেন, তাঁর শারীরিক ভাষা, আদব-কায়দা আত্মস্থ করার জন্য।

ছবির সাদাকালো টিজার শেয়ার করে পর্দার কপিল দেব রণবীর সিং লেখেন, ‘ভারতের সেরা জয়ের নেপথ্যের কাহিনি, সেরা গল্প, সেরা গৌরব। ৮৩ মুক্তি পাচ্ছে বড় পর্দায় আগামী ২৪শে ডিসেম্বর, ২০২১’।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest