ধূসর চুল, মোটা ফ্রেমের চশমা…‘পেহলা নাশা’র সেই চকোলেট বয় আজ ‘বুড়ো’! দেখুন আমিরের নয়া লুক…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: ‘পেহলা নাশা’র আমির আজ ‘বুড়ো’ হলেন। আটের দশকের শেষের দিকে বলিউডে ‘চকোলেট বয়’ ইমেজ নিয়ে মাতিয়ে দিয়েছিলেন আপামর দেশবাসীকে। ‘গজব কা হ্যায় দিন…’এর প্রতি ছত্রে আমাদের আগের কিমবা পরের প্রজন্মের কতো কতো সঞ্জয় শর্মা ধরে রাখলেন তাঁদের আজীবন যৌবন, বেঁচে থাকার সব রসদ।

১৯৯২ তে মুক্তি পাওয়া কয়ামত সে কয়ামত তক সাড়া ফেলে দিয়েছিল দর্শকের মধ্যে। আমিরের চলন বলন, কথা বলা নিজের শরীরে ফুটিয়ে নিয়ে ক্ষণিকের স্বপ্নে নিজেকে হিরো ভেবে নিয়েছে কত শত তরুণ। তাঁদের কেউ আজ নাম করেছে, এসি গাড়ি, বিশাল বাড়ি…কারোর আবার কিচ্ছু হয়ে ওঠা হয়নি। তাঁরা তাঁদের হয়ে ওঠাটুকু ধরে রেখেন ‘চাহে তুম কুছ না কাহো ম্যায়নে শুন লিয়া…’তেই।

আজ তিনি চুলে পাক ধরা বাবা, রবিবার ফাদার্স ডে’তে আমিরের এমই রূপ সামনে আনল মেয়ে ইরা।  এই ছবিতে একদম অন্যরকম লাগছে আমিরকে। ছোট ছোট করে কাটা সাদা চুল, চোখে মোটা ফ্রেমের চমশা।বাবাকে ভালোবাসার আলিঙ্গলে জড়িয়ে রয়েছেন ইরা।

https://www.instagram.com/p/CBspfWHgIKp/

আরও পড়ুন: সুশান্ত সম্পর্কে টিভি শো-তে কী বলেছিলেন দীপিকা? আর একবার ভাইরাল হল এই ভিডিও

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘হ্যাপি ফাদার্স ডে! ধন্যবাদ তোমার মতো হওয়ার জন্য’। ছবিতে নেভি টি-শার্টে পাওয়া গেল আমিরকে, গালে হাত দিয়ে বসে রয়েছেন-মুখের মায়াবী হাসিটা কিন্তু একইরকম রয়েছে। 

কয়ামত সে কয়ামত (১৯৮৮) থেকে ঠগস অফ হিন্দুস্তান (২০১৯)..সময়টা নেহাত কম নয়। রুপোলি পর্দায় প্রায় ৩২ বছর ধরে কতো উঠাপড়ার মধ্য দিয়ে গিয়েছেন আমির খান। কত লুকে দর্শক তাঁকে পেয়েছে।কিন্তু নিজেদের প্রিয় তারকাকে এই অবতারে দেখে হয়রান অনেকেই। 

বক্স অফিসে আমির খানের পরবর্তী ছবি হতে চলেছে লাল সিং চড্ডা। টম হাঙ্কস অভিনীত কালজয়ী হলিউড ছবি ফরেস্ট গাম্পের অফিসিয়্যাল হিন্দি রিমেক এই ছবি। সিক্রেট সুপারস্টার খ্যাত পরিচালক অদ্বৈত চন্দন পরিচালিত লাল সিং চড্ডায় আমির খানের বিপরীতে দেখা মিলবে করিনা কাপুর খানের।এর আগে থ্রি ইডিয়টস, তলাশের মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন আমির-করিনা। চলতি বছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির,তবে করোনা সংকটে বন্ধ রয়েছে শ্যুটিং, তাই নির্দিষ্ট ডেটলাইন মেনে ডিসেম্বরে ছবি মুক্তি পাওয়া সম্ভব নয়। সেই ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন চিত্রনাট্যকার অতুল কুরকার্নি।

আরও পড়ুন: স্বপ্নে সুশান্ত বলেছে আমার কোলেই ফের জন্ম নেবে, প্রচার পেতে এবার আসরে রাখি সাওয়ান্ত

Gmail 4

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest