Aamir Khan is taking a break from work; here's why you should too

Aamir Khan: আপাতত আর পর্দায় দেখা মিলবে না! অভিনয়কে ‘বিদায়’ মিস্টার পারফেকশনিস্টের?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অভিনয় থেকে বিরতি নিলেন আমির খান৷ ‘লাল সিং চাড্ডা’-র পর ‘চ্যাম্পিয়ন্স’ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করার কথা ছিল তাঁর৷ তিনি জানিয়েছেন ওই ছবিতে অভিনয় করবেন না৷ থাকছেন শুধু প্রযোজকের ভূমিকাতেই৷

খবরে ছিল, পরিচালক আর এস প্রসন্নর নতুন ছবি ‘চ্যাম্পিয়ন্স’ অভিনয় করার কথা আমিরের। এটি স্প্যানিশ ছবি থেকে অনুপ্রাণিত। শীঘ্রই এই ছবির শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু তাঁর আগেই বোমা ফাটালেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। সম্প্রতি এক সংবাদামাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে আমির জানালেন, ‘আপাতত, কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নিতে চাই। এই সময়টা কোনও কাজ নয়। বরং পরিবারের সঙ্গে সময় কাটাব। নিজের সঙ্গে সময় কাটাব। প্রয়োজনে ছবি প্রযোজনা করব, কিন্তু অভিনয় নয়।’

আরও পড়ুন: Feluda: ২৩ ডিসেম্বর বড়পর্দায় নতুন ‘ফেলুদা’, দেখুন ‘হত্যাপুরী’র পোস্টার

আমিরের কথায়, ‘‘যখন আমি অভিনয় করি তখন জীবনের বাকি সব কিছু ভুলে যাই৷ লাল সিং চাড্ডার পর চ্যাম্পিয়ন্স বলে আমার একটা ছবিতে অভিনয় করার কথা ছিল৷ চিত্রনাট্য চমৎকার৷ গল্পও খুব সুন্দর৷ মন ছুঁয়ে যাওয়া মিষ্টি ছবি৷ কিন্তু আমার মনে হয় এ বার আমার একটা ব্রেক চাই৷ পরিবার, মা, সন্তানদের সঙ্গে আমি সময় কাটাতে চাই৷’’

‘লগান’-এর ভুবনের আরও সংযোজন, ‘‘আমার মনে হয় ৩৫ বছর ধরে অভিনয় করার সময় আমি এক মনে কাজেই মনোনিবেশ করেছি৷ সেটা হয়তো আমার ঘনিষ্ঠজনদের উপর খুব একটা সুবিচার করিনি৷ কর্মজীবনে এই প্রথম কিছুটা সময় বিরতি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কাটাতে চাই৷ জীবনকে উপভোগ করতে চাই সম্পূর্ণ অন্য অভিজ্ঞতায়৷ আগামী বছর দেড়েক আমি অভিনয় করব না, সেই সময়টার দিকে তাকিয়ে আছি৷’’

আরও পড়ুন: Aindrila: আচমকা হার্ট আটক অ্যাটাক ঐন্দ্রিলার,অবস্থা আরওসঙ্কটজনক,জানাল হাসপাতাল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest