আবার বলিউডে এক মৃত্যু। প্রয়াত হলেন অভিনেতা বিক্রমজিৎ কনওয়াড়পাল। মাত্র বাহান্ন বছর বয়সে কোভিডে আক্রান্ত হয়ে আজ মৃত্যু হল বিক্রমজিতের।
পরিচালক অশোক পণ্ডিত টুইটার তাঁর মৃত্যু সংবাদ পোস্ট করে লেখেন, ‘“আজ সকালে কোভিডের কারণে অভিনেতা মেজর বিক্রমজিৎ কানওয়ারপালের মৃত্যু সম্পর্কে শুনে খুব দুঃখ হয়েছে। অবসরপ্রাপ্ত সেনা অফিসার, কানওয়ারপাল বহু চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়ালে সহায়ক ভূমিকা পালন করেছিলেন। তার পরিবার ও নিকটস্থদের প্রতি আন্তরিক সমবেদনা।’
Sad to hear about the demise of actor Major Bikramjeet Kanwarpal this morning due to #Covid.
A retired army officer, Kanwarpal had played supporting roles in many films and television serials.
Heartfelt condolences to his family & near ones.ॐ शान्ति !
?— Ashoke Pandit (@ashokepandit) May 1, 2021
অভিনেতা রোহিত রয় লেখেন, ‘এবং আমরা আরও একজনকে হারালাম… সবচেয়ে হাসিখুশি, সভ্য, ইতিবাচক চিন্তাভাবনার সদাহাস্য মানুষটা চলে গেল। তোমার আত্মার শান্তি কামনা করি।’
And we lose another one… The happiest, most gentlemanly, always positive and smiling Major Bikramjeet… RIP ? pic.twitter.com/JD46LeX6lk
— Rohit Bose Roy (@rohitroy500) May 1, 2021
আরও পড়ুন: অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন শান্টু-পূর্ণা, ভক্তদের উচ্ছাস নেটদুনিয়ায়
কনওয়ারপালের জন্ম ভারতের হিমাচল প্রদেশে। ২০০২ সালে সেনাবাহিনী থেকে মেজর হিসেবে অবসর গ্রহণ করেন। ২০০৯ সালে ভারতীয় সেনা থেকে অবসর নেওয়ার পরে বিক্রমজিৎ কানওয়ারপালের অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে। তিনি ‘পেজ-থ্রি’, ‘রকেট সিং’, ‘আরক্ষণ’, ‘মার্ডার-২’, ‘২ স্টেটস’ এবং ‘দ্য গাজি অ্যাটাক’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন।
টেলিভিশনে, তিনি ‘দিয়া অউর বাতি হম’, ‘ইয়ে হ্যায় চাহাতে’, ‘দিল হি তো তো হ্যায়’ এবং ‘অনিল কাপুরস চব্বিশ’ এর মতো শোতে বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন। বিক্রমের শেষ অভিনীত ওয়েব সিরিজ ছিল ‘স্পেশাল অপস’। ডিজনি + হটস্টার অরিজিনালস এ সিরিজে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন কে কে মেনন।
আরও পড়ুন: ফের শীর্ষে ‘মিঠাই’, আরও নামল ‘খড়কুটো’র TRP, দেখুন সম্পূর্ণ তালিকা