ভোটের আবহে গেরুয়া বিকিনিতে চান্দ্রেয়ী! ইনস্টাগ্রাম পোস্ট দেখেছেন?

একে মার্চের গরম, তায় আবার ভোটের উত্তাপ।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

একে মার্চের গরম, তায় আবার ভোটের উত্তাপ। বাংলার তাপমাত্রা এখন ঊর্ধ্বমুখী। তা আরও বাড়িয়ে দিলেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ (Chandrayee Ghosh)। গেরুয়া বিকিনি পরে ছবি পোস্ট করলেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে।

পায়ে উল্কি। গায়ে গেরুয়া বিকিনি। রোদচশমায় চোখ ঢেকে সুইমিং পুলের ধারে অভিনেত্রী আধশোয়া বেতের আরামকেদারায়। তাঁকে উন্মুক্ত পায়ের পাশে রাখা বাহারি টুপি। এই সাজেই এদিন নেটাগরিকদের ঘাম ছুটিয়ে দিয়েছেন চান্দ্রেয়ী ঘোষ। মুখে ঝামাও ঘষে দিয়েছেন সেই নিন্দুকদের যারা বলেন, বাঙালি নায়িকারা নাকি বলিউড তারকাদের মতো ‘হট’ নয়! রোদের সামনেও তিনি বেপরোয়া।

 

View this post on Instagram

 

A post shared by Chandreyee Ghosh (@chandreyee.ghosh)

প্রায় গোটা টলিউড কোনও না কোনও রাজনৈতিক দলে নাম লিখিয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসে গিয়েছেন দীপঙ্কর দে, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, সৌরভ দাস, ভরত কল, অদিতি মু্ন্সি, রণিতা দাস, সৌপ্তিক চক্রবর্তী, শ্রীতমা ভট্টাচার্যরা। অন্য দিকে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, যশ দাশগুপ্ত, পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস, হিরণ চট্টোপাধ্যায়, পায়েল সরকার। তনুশ্রী চক্রবর্তীরও বিজেপি যোগের জল্পনা শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতেই গেরুয়া বিকিনি পরে স্যুইমিং পুলের ধারে ফটোশুট সারলেন চান্দ্রেয়ী। আর তাতেই হিসেব মেলানোর চেষ্টা করছেন অনেকে। তাহলে কি টলিপাড়ার এই অভিনেত্রীও গেরুয়া শিবিরের দিকে ঝুঁকছেন? নাকি ব্যঙ্গের ছলে এই পোস্টটি করেছেন তিনি? এমনই প্রশ্ন উঠছে।

 

View this post on Instagram

 

A post shared by Chandreyee Ghosh (@chandreyee.ghosh)

সক্রিয় রাজনীতিতে আসার কোনও পরিকল্পনা এখন তাঁর নেই বলেই এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন চান্দ্রেয়ী। সিনেমা-সিরিজ থেকে টেলিভিশন— তিন মাধ্যমেই অভিনয় করেছেন নায়িকা। কিছুদিন আগে হইচই (Hoichoi) প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘চিনি’ ছবিতে মনোবিদের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। তবে স্যুইমিং পুলের পাশে নায়িকার এই উষ্ণ ছবিতে মুগ্ধ নেট নাগরিকরা। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্টবক্স।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest