১০ বছরের হাসি- কান্নার সঙ্গী, নৈনিতালে ভালবাসার মুহূর্তদের আঁকড়ে গৌরব-রিদ্ধিমা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বন্দিদশা যেন আর কাটছেই না৷ ঘরে বসে বসে আটকে থেকে দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়৷ তাই তো একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে দুই তারকা দম্পতি বেরিয়ে পড়লেন৷ গন্তব্য নৈনিতাল৷ যেখানে তাপমাত্রা হিমাঙ্কের আশপাশে। এমন রোম্যান্টিক পরিবেশে গৌরব চক্রবর্তী স্ত্রী ঋদ্ধিমা ঘোষকে নিয়ে একান্তে আগাম উদযাপনে ব্যস্ত ৩ বছরের বিবাহ বার্ষিকী, ৭ বছরের সম্পর্কের।

 

View this post on Instagram

 

A post shared by Ridhima Ghosh (@ridhima.ghosh)

সবাই জানেন, পায়ের তলায় সর্ষে ছড়ানো গৌরব-ঋদ্ধিমার। তাই প্রতি বছর বিবাহ বার্ষিকী তাঁরা পালন করেন দেশ-বিদেশের কোনও না কোনও দর্শনীয় স্থানে। গত বছরেই যেমন তাঁরা ছিলেন মিশরে। এ বছর করবেট ন্যাশনাল পার্কে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গৌরব আগাম শুভেচ্ছা জানিয়েছেন ঋদ্ধিমাকে।

 

View this post on Instagram

 

A post shared by Ridhima Ghosh (@ridhima.ghosh)

আরও পড়ুন: মুম্বই পুলিশের কাছে ৮ জানুয়ারি হাজিরার নির্দেশ কঙ্গনা ও তাঁর দিদিকে

কী লিখেছেন ক্যাপশনে? গৌরব ঋণী ঋদ্ধিমার কাছে। ১০ বছর তাঁর সঙ্গে কাটিয়ে দেওয়ার জন্য, ‘‘এই পাগলিকে কী বলি! আমার মতো পাগলের সঙ্গে এতগুলো বছর কাটিয়ে ফেলল।’’ গৌরবের দাবি, এতগুলো বছরে বাড়ির চার দেওয়ালের পাশাপাশি কখনও মাথার উপরে নামী-দামি হোটেলের ছাদ। কখনও পাহাড়, জঙ্গল, ঊষর মরু। ঋদ্ধিমা সব সময়েই সাবলীল, হাসিখুশি! ‘‘জীবনে, কাজের দুনিয়ার সমস্ত ওঠাপড়ায় তুমি আমার পাশে। প্লিজ, এভাবেই থেকো, আজীবন। এ বছর যেমন তুমি আর আমি উত্তর ভারতের শৈল শহরে’’, আবদার গৌরবের।

 

View this post on Instagram

 

A post shared by Gaurav Chakrabarty (@cgaurav)

দীর্ঘ সাত বছর সম্পর্কের পর ২৮ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন টলি পাড়ার অভিনেতা জুটি। সারা সপ্তাহ জুড়েই চলেছিল বিয়ে নিয়ে নানা অনুষ্ঠান। আশীর্বাদ, সঙ্গীত, গায়ে হলুদ শেষে সাউথ সিটিতে বসেছিল বিয়ের আসর। ঋদ্ধিমা সেজেছিলেন সোনালি বুটি ছড়ানো গাঢ় লাল বেনারসিতে। গৌরব হ্যান্ডসাম ডিজাইনার ধুতি-পাঞ্জাবিতে।

আরও পড়ুন: প্রথমবার শাশ্বত-শ্রাবন্তী জুটি, ১১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘ছবিয়াল’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest