হয়নি কনকাঞ্জলি, শ্বশুরবাড়িতে রওনা দিলেন দেবলীনা, রইল অ্যালবাম…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পরিণতি পেল গৌরব-দেবলীনার প্রেম সম্পর্ক। বুধবার রাতে বৈদিক রীতি-নীতি মেনে সাত পাকে বাঁধা পড়লেন টলিগঞ্জের এই প্রেমিক জুটি। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার মধ্যেই ভবানীপুরে চট্টোপাধ্যায় ভবনের দিকে রওনা দিলেন মহানায়ক উত্তমকুমারের নাতবৌ।

 

View this post on Instagram

 

A post shared by Devlina Kumar (@devlinakumar)


বুধবার রাতে বৈদিক নিয়ম মেনে সপ্তপদী, শুভদৃষ্টি, সিঁদুর দান হয়ে চার হাত এক হয় গৌরব চট্টোপাধ্যায়-দেবলীনা কুমারের। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর সানাই সুরে এদিন গমগমে ছিল বালিগঞ্জের চৌধুরী হাউস। হালকা শীতের আমেজে মিশল গৌরব-দেবলীনার ভালোবাসার রঙ। এদিন রাজবেশে বিয়ের আসরে হাজির হয়েছিলেন ছোটপর্দার প্রিয় মথুরবাবু। অন্যদিকে লাল বেনারসিতে সাজলেন টলিগঞ্জের ‘রঙ্গবতী’ কন্যা দেবলীনা কুমার।

 

View this post on Instagram

 

A post shared by SOHINI GARAI (@sohinigarai26)

যে গাড়িতে বৌ নিয়ে বাড়ি ফিরেছেন সেই গাড়ির ছবিও শেয়ার করেছেন গৌরব। কালো হেক্টার সাজানো রং-বেরঙের বেলুনে। গায়ে শোলার লাল টুকটুকে হার্ট সাইন। তাতে সোনালি জরি দিয়ে লেখা ‘জাস্ট ম্যারেড’।

 

View this post on Instagram

 

A post shared by Gourab Chatterjee (@baruog)

আরও পড়ুন: ডেস্টিনেশন দার্জিলিং! ছুটি কাটাতে পাহাড়ের পথে সৌরসেনী-মানালীরা

 

View this post on Instagram

 

A post shared by The News Nest (@thenewsnest)

কন্যাসম্প্রদান না পসন্দ দেবলীনা কুমারের। তাই বিয়ের দায়িত্ব ছিল নচিকেতার উপর। যিনি অসংখ্য বিয়ে দিয়েছেন এই বিশেষ নিয়ম মেনে। এই নিয়মের জন্যই কনকাঞ্জলি দেননি দেবলীনা। বিয়ের দিন তিনি অপরূপা ডিজাইনার অভিষেক রায়ের তৈরি বেনারসীতে। সমস্ত আচার-অনুষ্ঠান মেটার পর এক সঙ্গে খেতে বসেন সদ্য সাতপাক ঘোরা গৌরব-দেবলীনা।

কী ছিল তাঁদের পাতে? লুচি, ছোলার ডাল, লম্বা করে কাটা ফালি বেগুনভাজা, চিংড়ির কাটলেট, রাইস, দইপোনা, পাঁঠার মাংস, পাটিসাপটা, পয়োধি, সন্দেশ। দেবাশিস লুচি দিয়ে লম্বা বেগুনভাজা খেতে ভীষণ ভালবাসেন। দেবলীনার ফেভারিট মাটন। গৌরবের পছন্দ মাছ। ফ্রাই কিছু হলে বেশি খুশি। তাই চিংড়ির কাটলেট। এ ভাবেই সবার পছন্দের কথা মাথায় রেখে মেনু সাজানো হয়েছিল।

‘রাণী রাসমণি’ ফ্যান পেজ থেকে শেয়ার হওয়া ছবিতে দেখা গিয়েছে কাঁসার থালা, বাটিতে যত্ন করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হয়েছে সমস্ত খাবার। দেবলীনা নিজের হাতে মাছের বিশাল মুড়ো খাইয়ে দিচ্ছেন গৌরবকে।

 

View this post on Instagram

 

A post shared by The News Nest (@thenewsnest)


এদিন নবদম্পতিকে শুভে্চ্ছা জানাতে পৌঁছেছিল টলিউডের বেশ কিছু ব্যক্তিত্ব। স্ত্রী,কন্যাকে সঙ্গে নিয়ে হাজির ছিলেন অভিনেতা অনীক ধর।

 

View this post on Instagram

 

A post shared by We Spot You (@wespotyou)

দু’জনের একটা পারিবারিক পরিচিতি রয়েছে, একজন উত্তম কুমারের নাতি, অন্যজন মেয়ার পারিষদ দেবাশিস কুমারের কন্যা। তবে নিজ নিজ জগতে তাঁরা সচেষ্টায় প্রতিষ্ঠিত। ছোটপর্দার অন্যতম জনপ্রিয় তারকা গৌরব, অন্যদিকে দেবলীনা খ্যাতনামা নৃত্যশিল্পী। অভিনয়টাও মন দিয়েই করেন তিনি।

আরও পড়ুন: জলের তলায় উষ্ণ চুম্বন! নেটনাগরিকদের আলোচনায় ৫ বলিউড সিনেমা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest