প্রয়াত অভিনেতা ইন্দ্রজিৎ দেব, টলিউডে শোকের ছায়া

বাংলা ধারাবাহিক ‘তেরো পার্বণ’-এ গোরার দাদা চরিত্রে অভিনয় করেছিলেন। সেই ধারাবাহিকের মাধ্যমেই মানুষের মন জিতে নিয়েছিলেন।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

 টলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত অভিনেতা ইন্দ্রজিৎ দেব। শনিবার ভোররাতে গোলপার্কে নিজের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

অভিনেতার পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেতা। তিনি COPD-র রোগী ছিলেন। বছরখানেক আগেই ক্যানসারে স্ত্রীকে হারান অভিনেতা। তিনি নিঃসন্তান ছিলেন। সেকারণে স্ত্রীর মৃত্যুর পর ভাইয়ের সঙ্গে একই বাড়িতে থাকতেন অভিনেতা ইন্দ্রজিৎ দেব।

আরও পড়ুন: আলিবাগ থেকে মু্ম্বই রওনা দিলেন বরুণ, ‘ভাবী’ ডাক শুনে লজ্জা পেলেন নাতাশা

বাংলা ধারাবাহিক ‘তেরো পার্বণ’-এ ‘গোরা’র দাদার চরিত্রে নজর কাড়েন ইন্দ্রজিৎ দেব। শুধু ‘তেরো পার্বণ’এ নয় ‘উৎসবের রাত্রি’ সহ বহু ধারাবাহিকে অভিনয় করেন অভিনেতা। ‘প্রেমী’, ‘মোহিনী’ ‘কতো ভালোবাসা’ ‘মোহিনী’, ‘সুজন সখী’ সহ একাধিক সিনেমাতেও অভিনয় করেছেন অভিনেতা ইন্দ্রিজিৎ দেব। অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সুদীপ্তা চক্রবর্তী সহ আরও টলিউডের বহু কলাকুশলী।

ফেসবুক পোস্টে সুদীপ্তা চক্রবর্তী লেখেন, ‘সেই ছোট্টবেলায় আলাপ। কত আদর, কত বায়না, কত গল্প… শুটিংয়ে গিয়ে ভয় করত না, অসুবিধা হত না, অস্বস্তি হতো না কোনও… তোমার মতো কয়েকজন আশেপাশে থাকতে বলে। বাবা-মাও নিশ্চিন্তে থাকতেন। সব সময় সঙ্গে যেতেনও না। জানতেন, তোমরা আছ। চিন্তার কিছু নেই। প্রথমে একটু দূর থেকে দেখতাম, পরে খুব কাছ থেকে — ভালো মানুষ, ভদ্র পুরুষ, সত্যিকারের ভদ্রলোক কাকে বলে। তুমিই প্রথম শিখিয়েছিলে, টুম্পা.. কথায় কথায় শিট বলিস না, বলতে নেই। ওটা ভালো শব্দ নয়। খারাপ লাগা অন্যভাবে প্রকাশ কর। চারপাশের সব কিছু শিখতে নেই। শুধু ভালো গুলো নিবি। খারাপ গুলো বর্জন করবি। স্মার্ট চেহারা, পরিষ্কার উচ্চারণ, সদহাস্য মুখ…আর দেখা হবে না গুলাই কাকু??? শান্তিতে ঘুমাও গুলাই কাকু..অভিনেতা ইন্দ্রজিৎ দেব। জোছন জ্যেঠু (দস্তিদার), চন্দ্রা জেঠিমা (দস্তিদার), দেবাংশুদা (সেনগুপ্ত), বাবা (বিপ্লব কেতন চক্রবর্তী), শেখরদা (অধিকারী), বুড়োদা (ইন্দ্রনীল হালদার), গুলাই কাকু…… সবাই চলে গেল। ছোটবেলা টা হারিয়ে যাচ্ছে ক্রমশ!!’

আরও পড়ুন: এনগেজমেন্ট সারলেন দিদি চিত্রাঙ্গদা, জামাইবাবুর সঙ্গে খুনসুটি PHOTO পোস্ট ঋতাভরীর

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest