Actor Mithilesh Chaturvedi dies at 68 of cardiac arrest

Mithilesh Chaturvedi: প্রয়াত ‘গদর’, ‘কোই মিল গেয়া’ খ্যাত অভিনেতা মিথিলেশ চতুর্বেদী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

চলে গেলেন বর্ষীয়ান বলিউড অভিনেতা মিথিলেশ চতুর্বেদী (Mithilesh Chaturvedi)। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। জানা গিয়েছে হার্টের সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন অভিনেতা। মাস কয়েক হৃদরোগে আক্রান্ত হওয়ার পর নিজের শহর লখনউতে ফিরে যান অভিনেতা এবং সেখানেই প্রয়োজনীয় চিকিৎসা চলছিল। এরপর স্বাস্থ্যের অবনতি হওয়ায় মুম্বইয়ে আনা হয় তাঁকে। কোকিলাবেন হাসপাতালে চলছিল চিকিৎসা। বুধবার প্রয়াত হন অভিনেতা। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জামাতা আশিস চতুর্বেদী।

আরও পড়ুন: Lokkhi Chele: বিজ্ঞান ও কুসংস্কারের টানাপোড়েন, জিতবে কে? উত্তর দেবে ‘লক্ষ্মী ছেলে’

মূলত কমেডি চরিত্রে অভিনয় করলেও মিথিলেশ বিভিন্ন অবতারে ধরা দিয়েছেন। বলিউডের প্রথম সারির একগুচ্ছ ছবিতে অভিনয় করেছেন। বাচনভঙ্গি, কমিক টাইমিংয়ের জন্য বহু ছবিতে তাঁর কাজ প্রশংসিত। কায়ামত, গদর, কোয়ি মিল গেয়া, তাল, ক্রিশ, ফিজা, বান্টি অউর বাবলি, রেডি’র মতো ছবিতে কাজ করেছেন বর্ষীয়ান এই অভিনেতা। সহ-অভিনেতা হিসাবে স্ক্রিন শেয়ার করেছেন সলমন খান (Salman Khan), হৃতিক রোশন (Hritthik Roshan), সানি দেওলদের সঙ্গে। ৬৪ বছরের এই অভিনেতা কাজের মধ্যে ডুবে থাকতে পছন্দ করতেন। ‘স্ক্যাম ১৯৯২’-তে রাম জেঠমালানির চরিত্রে দর্শক দেখেছে তাঁকে। অমিতাভ-আয়ুষ্মানের ‘গুলাবো সিতাবো’ ছবিতেই শেষবার ধরা দিয়েছেন এই অভিনেতা।

বহু হিন্দি ছবির পাশাপাশি ছোটপর্দার বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি।  ‘পাতিয়ালা বেবস’, ‘সিআইডি’, ‘কুমকুম: এক পেয়ারা সা বন্ধন’-এর মতো টেলিভিশন অনুষ্ঠানেও দেখা গিয়েছে অভিনেতাকে।

সম্প্রতি পা রেখেছিলেন ওটিটির দুনিয়াতেও। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘তাল্লি জোড্ডি’ নামে একটি ওয়েব সিরিজের অংশ হয়েছিলেন মিথিলেশ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।

আরও পড়ুন: Naga Chaitanya: বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে কথা বলতে চান চে, আসবেন করণের কফির আড্ডায়?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest