Actor-Model Manjusha Neogi's Mother Speaks Over Her Daughter's Death

Manjusha Neogi: ‘অতিরিক্ত লোভ আর উচ্চাকাঙ্ক্ষাতেই শেষ মেয়ে’,হাহাকার মঞ্জুষার মায়ের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অভিনেত্রী পল্লবী দে এবং মডেল বিদিশা দে মজুমদারের পর এ বার টলিপাড়ার আর এক অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে তাঁর পাটুলির বাড়ি থেকে। আর এই মৃত্যুর জন্য মেয়ের উচ্চাকাঙ্ক্ষা, লোভকেই দায়ী করলেন তরুণীর মা। শুধু মঞ্জুষা নন, বিদিশা ও পল্লবীর মৃত্যুর কারণও তাড়াতাড়ি উপরে ওঠার চেষ্টা, এমনটাই দাবি তাঁর।

শুক্রবার সকালে মঞ্জুষার দেহ উদ্ধার হতেই স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। কারণ নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। পল্লবী ও বিদিশার মতোই প্রশ্ন উঠেছে সম্পর্কের টানাপোড়েন নিয়ে। কিন্তু মঞ্জুষার মা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কোনও সমস্যা ছিল না তাঁর মেয়ের ব্যক্তিগত জীবনে। শুধু মাত্র তাড়াতাড়ি ধনী হওয়ার আকাঙ্খার কারণেই এই মর্মান্তিক পরিণতি তাঁর। এদিন কান্না জড়ানো গলায় মঞ্জুষার মা বলেন, “অভিনয় শেখার পর কিছু কাজ পেয়েছে। বেশি মডেলিং করত। কিন্তু তাড়াতাড়ি উপড়ে উঠতে চেয়েছিল। বাড়ি, গাড়ি, টাকা-সহ তাড়াতাড়ি করার লোভই মেয়েকে কেড়ে নিল। আমি ওকে অনেকবার বুঝিয়েছিলাম।”

জানা গিয়েছে, Manjusha বিবাহিত ছিলেন। বৃহস্পতিবার মঞ্জুষার স্বামী তাঁকে নিতে এসেছিলেন। কিন্তু, যেতে নারাজ ছিলেন অভিনেত্রী। স্বামী ফের একই কথা বলায় অভিনেত্রী নাকি সুইসাইড করার হুমকি দেন। এমনটাই জানিয়েছেন মঞ্জুষার মা। তাঁর কথায়, “জামাই বলেছিল বাড়ি ফিরতে। কিন্তু, ও ফিরতে চায়নি। বলেছিল জোর করলে বিদিশার মতো কাণ্ড ঘটাবে! সত্যিই তা হবে ভাবিনি। আমি জামাইকে বলেছিলাম কিছুদিন এখানেই থাকুক।” কাজে কি বাধা দিতেন Manjusha -র স্বামী? মৃতার মায়ের উত্তর, “বাধা দিত না। আমার জামাই খুব ভাল মানুষ।’ বিয়ের পর জামাই বলত যে, এত কাজ এক সঙ্গে করতে হবে না। মেয়ে এই ইন্ডাস্ট্রিতে ছিল বলে শরীর রোগা রাখত, খাওয়া-দাওয়া কম করত। আমিও বলতাম, ভাল করে খাওয়া দাওয়া করতে। না খেলে শরীর খারাপ হবে। কিন্তু তার আগেই ও নিজেকে শেষ করে দিল।”

আরও পড়ুন: Suhana Khan: দোতলা চকোলেট কেক, বেলুনের সাজ – দেখুন সুহানার জন্মদিনের ছবি

তাঁর মায়ের কথায়, ‘‘ও শুধু বলত বিদিশার কথা। ওরা খুব বন্ধু ছিল। ও চলে যাওয়ার পরই মৃত্যুর বাসনা আরও বেশি জেগে ওঠে আমার মেয়ের মধ্যে।’’ তাঁর দাবি, ‘‘ও আমাকে বলেছিল, ‘পল্লবীর বাড়িতেও সাংবাদিকরা এসেছিল, তোমার বাড়িতেও আসবে।’ আমি ওকে কত করে বোঝাতাম। কোনও লাভ হল না।’’

অভিনেত্রীর মা আরও জানিয়েছেন, আগে সল্টলেকের বাসিন্দা এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল তরুণীর। তবে তা টেকেনি। সেই সময় আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। পরবর্তীতে স্বামীর সঙ্গে পরিচয় হয় তাঁর। প্রেম করেই মাস ছয়েক আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মঞ্জুষা। জানা গিয়েছে, অভিনেত্রীর মাথাগরম। শাশুড়িকে নিয়ে স্বামীর কথাকাটাকাটি হয়েছে গতকালও। তবে তা সামান্য ও স্বাভাবিক বিষয়। মঞ্জুষার মায়ের দাবি, মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা অত্যন্ত ভাল। তাঁর কথায়, “মেয়ের দোষেই মেয়ে গিয়েছে। সম্পর্কে কোনও সমস্যা ছিল না। কোথাও কোনও সমস্যা ছিল না।” থানায় যাবেন না বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: Samantha Ruth – Vijay Deverakonda: সেতু থেকে গভীর নদীতে পড়ল গাড়ি! গুরুতর চোট পেলেন সামান্থা ও বিজয়?

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest