Sonu Sood: দেশজুড়ে ১৬টি রাজ্যে Oxygen Plant স্থাপন করবেন সোনু

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কোভিডে আক্রান্তদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। আর এবার দেশে কমপক্ষে ১৬ থেকে ১৮টি রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট (Oxygen Plant) স্থাপন করবেন সোনু। বুধবার এ কথা ঘোষণা করলেন সোনু (Sonu Sood)। তিনি জানান, ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও কুর্নুলে জোরকদমে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে। সেপ্টেম্বরের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে বলে জানান অভিনেতা।

IANS-কে দেওয়া এক সাক্ষাৎকারে সোনু জানান, ‘প্রায় সব রাজ্যেই অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের চেষ্টা চালাচ্ছি। অন্ততপক্ষে ১৫০ থেকে ২০০ বেড রয়েছে এমন হাসপাতালের নিকটে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের চেষ্টা করা হচ্ছে। যাতে করে হাসপাতালগুলিকে আর অক্সিজেন সঙ্কটের মুখে পড়তে না হয়। মাঝেমধ্যে রোগীদের অক্সিজেনের জন্য অনেক দূর যেতে হয়, মাঝ রাস্তাতেই অনেকে মারা যান। আশা করব এরপর এই ধরনের জনিস আর হবে না।’

আরও পড়ুন: নিখিলের সঙ্গে আমি লিভ-ইন করেছি, তাই বিচ্ছেদের প্রশ্ন ওঠে না! নীরবতা ভাঙলেন নুসরত

সোনু আরও জানান, ‘বর্তমানে প্রায় ৭০০ অক্সিজেন কনসেনট্রেটর দিয়ে কাজ চালানো হচ্ছে। অক্সিজেন প্ল্যান্ট বসানো হলে অক্সিজেনের সমস্যা পুরোটাই মিটে যাবে। কেন আমরা করোনার তৃতীয় কিংবা চতুর্থ ওয়েভের জন্য অপেক্ষা করব। মহামারী মিটে গেলও গ্রাম ও জেলাগুলোর কাছে অক্সিজেনের সাপ্লাই সব সময় থাকবে।’

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় অভিনেতা বলেন, “গত কয়েক মাসে আমাদের অত্যন্ত সঙ্কটের মধ্যে দিয়ে গিয়েছে। যার মধ্যে প্রধান অক্সিজেন সঙ্কট। এদিক ওদিক অক্সিজেনের জন্য লোকজন ছুটে বেড়াচ্ছেন। আমি ভেবেছিলাম এমন কিছু একটা করা হোক, যাতে সব হাসপাতালেই অক্সিজেন প্লান্ট থাকে। যাতে ভবিষ্য়তে আমাদের অক্সিজেন সঙ্কটের মুখে পড়তে না হয়। দেশের সব রাজ্যেই অক্সিজেন প্লান্টের প্রয়োজন আছে। তাই চলতি মাস থেকেই শুরু হচ্ছে এই মিশনের কাজ।”

আরও পড়ুন: Srabanti-Roshan: নেটমাধ্যমে ফের তরজা রোশন-শ্রাবন্তীর, নায়িকা টানলেন ‘টাইম মেশিন’এর প্রসঙ্গ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest