নারী দিবসে নতুন ছবি…৮ মাস পরে ইনস্টাগ্রামে পোস্ট রিয়ার, স্বাগত জানালেন সেলেব থেকে সাধারণ

কটাও ‘হেট মেসেজ’ নেই। সেলেব থেকে সাধারণ-- রিয়ার কামব্যাকের জন্যই বুঝি অপেক্ষা করছিলেন সবাই।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আগস্ট থেকে মার্চ– কম সময় নয়! এই ৮ মাস ইনস্টাগাম থেকে ফেসবুক, টুইটার থেকে স্ন্যাপচ্যাট– রিয়া চক্রবর্তীকে খুঁজে পাওয়া যায়নি কোথাও।খবরের শিরোনামে তিনি ছিলেন। পেজ-থ্রি থেকে জায়গা পেয়েছিলেন পেজ ওয়ানে।ছিলেন গুগুল সার্চ ইঞ্জিনের প্রথম সারিতে। তবে for all the wrong reason।

অবশেষে সাত মাস পর সোশ্যাল মিডিয়ায় মেগা কামব্যাক রিয়ার। শেয়ার করলেন পোস্ট। ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন খুলে দিলেন সাধারণের জন্য।হাতের ওপর হাত। শক্ত করে ধরে রাখা। নারী দিবসে এই পোস্টই শেয়ার করেছেন রিয়া। একটি হাত তাঁর মায়ের আর একটি তাঁর। রিয়া লিখেছেন, “মা আর আমি…সব সময় একসঙ্গে…আমার শক্তি…আমার বিশ্বাস…আমার ভরসা…আমার মা”। চামড়া কুঁচকে যাওয়া এক হাত আঁকড়ে ধরে আছে লাল সুতো বাঁধা নেলপলিশ পরা এক ‘পলিশ’ হাতকে। হ্যাশট্যাগে রিয়া আরও লিখেছেন, #ওম্যান হু ইনস্পায়ার।

 

View this post on Instagram

 

A post shared by Rhea Chakraborty (@rhea_chakraborty)

রিয়ার কমেন্ট সেকশনে গেলেও চোখ আটকে যায়। শিবানী দাণ্ডেকর থেকে শুরু করে অনুষ্কা দান্ডেকর, সুজান খান… একের পর কমেন্টে রিয়া যেন আগের চেনা ছন্দে। নেটিজেনরাও সানন্দে স্বাগত জানিয়েছেন রিয়াকে। একজন লিখেছেন, “কত দিন পরে পোস্ট করলে তুমি। তোমার চেয়ে বেশি খুশি তো আমার হচ্ছে।”

আরও পড়ুন: সুশান্ত কাণ্ড: মাদক মামলায় ১২ হাজার পাতার চার্জশিট এনসিবির, অভিযুক্ত রিয়া-সৌভিক সহ ৩৩

প্রকাশ্যে কঠোর পুরুষতন্ত্রের শিকার হয়েছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রেমিকা রিয়া। অভিনেতার মৃত্যুর পরে তাঁকে ‘ডাইনি’ বলা থেকে আরম্ভ করে বাড়ির নীচে জটলা বেঁধে কুকথা বলা, পুরুষ সাংবাদিকদের ভিড়ে হেনস্থা হওয়া, ইত্যাদি বহু ঘটনায় বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি। সুশান্তের মৃত্যু সংক্রান্ত মাদক মামলায় এক মাসের উপর জেলবন্দি ছিলেন রিয়া চক্রবর্তী। তাঁর ভাই শৌভিক চক্রবর্তীও এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো) হেফাজতে ছিলেন ৩ মাস। শৌভিক ও রিয়ার বিরুদ্ধে অভিযোগ, তাঁরাই সুশান্তকে মাদক সরবরাহ করতেন।

ইনস্টাগ্রামে খুবই সক্রিয় ছিলেন রিয়া। কিন্তু সুশান্তের মৃত্যুর পরে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিলেন। এই দীর্ঘ ৮ মাসে তাঁর কোনও পোস্ট দেখতে পাওয়া যয়নি। কারাগার থেকে মুক্তি পেয়েও পাপারাৎজির ক্যামেরা ছাড়া তাঁকে আর কোথাও দেখতে পাওয়া যায়নি। তাঁর মা সন্ধ্যা চক্রবর্তী মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। সোমবার তাঁর মায়ের ঝলকও মিলল।

রিয়া যেদিন গ্রেফতার হন সেদিন তাঁর কালো টিশার্টে লেখা ছিল, ‘রোজেস আর রেড/ ভায়ো লেটস আর ব্লু/লেটস স্ম্যাশ দ্য পেট্রিয়ারকি/ মি অ্যান্ড ইউ’। আজ নারীদিবসে তাঁর ইনস্টাগ্রাম পোস্টেও সেই ‘পুরুষতন্ত্র’ ভাঙারই ডাক। সে যতই আসন্ন ছবি ‘চেহরে’পোস্টার থেকে তিনি বাদ পড়ুন। যতই কাছের বন্ধু রাজীব লক্ষণ তাঁর সঙ্গে ছবি পোস্ট করার পরে সোশ্যাল মিডিয়ার ব্যাকল্যাশ হজম করতে না পেরে তা পরে মুছে দেন না কেন… রিয়া এগিয়ে যেতে চান মায়ের আশীর্বাদকে সঙ্গে নিয়েই

আরও পড়ুন: ‘কবে থেকেই আমি স্বাধীন, কেবল তোমাদেরই চোখে পড়েনি’, নারী দিবসে বার্তা মিমির

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest