সমাজে মেয়ে হয়ে জন্মানোটাই ভুল! Sexism, Body Shaming নিয়ে বিস্ফোরক ‘শেরনি’ বিদ্যা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সেলেব দুনিয়া মানে সর্বদা লাইমলাইট এর আওতায়। ফলে প্রতিটা মুহূর্তে তৈরি থাকতে হয় পারফেক্ট লুকে। পোশাক, ফিগার থেকে শুরু করে বাক্তিগত জীবন কোথাও কোন ফাঁক রাখলে চলবে না। নয়তো মুহূর্তে হতে হবে ট্রোলের শিকার।সেসবের বিরুদ্ধে এবার মুখ খুললেন বিদ্যা বালান।

এই অভিজ্ঞতা বারে বারে বিদ্যা বালানের জীবনে উঁকি মেরেছে। যার মধ্যে অন্যতম বডি শেমিং।বিদ্যা মনে করেন সুস্থ ফিগারটাই কাম্য, স্লিম হয়ে অন্যের জন্য নিজেকে কষ্ট দেওয়া নয়। তবে কোথাও গিয়ে সমাজ এই সহজ কথা মানতে নারাজ। তাদের ভাষায় সামান্য মেদ জমা মানে তা তা সমালোচনার বিষয়। বডি শেমিং নিয়ে বারে বারে ট্রোল হলেও বিদ্যা বিন্দুমাত্র কর্ণপাত করেননি এই বিষয়ে। তাঁর কথায় তিনি সুস্থ সেটুকুই যথেষ্ট।

বডি শেমিংয়ের সঙ্গে পুরুষ-নারীর সম্পর্ক, যৌনতা নিয়েও কথা বলেছেন বিদ্যা । এই যৌনাচারের শিকার বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদেরই হতে হয় বলে মনে করেছেন তিনি। সম্প্রতি এক নিউজ পোর্টালকে তিনি বলেছেন যে সবসময় যে পুরুষরাই এই ঘটনায় দায়ী হয় তা নয়। অনেক সময় মহিলারাও নিজেদের সেভাবেই দেখে থাকেন। তাদের মানসিকতাই সেভাবে তৈরি হয়ে যায় ছোট থেকে। সমাজ তাদের সেভাবে তৈরি করে দেয় বলেই, এই সমস্যার মূল খুব গভীরে চলে গিয়েছে।

আরও পড়ুন: Sushant Singh Rajput: জামিনের আবেদন খারিজ! বিয়ের জন্য প্যারোলে মুক্ত সিদ্ধার্থ পিঠানি

অভিনেত্রীর কথায়, তিনি নিজেও এই ধরণের ঘটনার সম্মুখীন হয়েছেন। আর সেই সময় তিনি বহুবার ভেবেছিলেন যে হয়ত মেয়ে হয়ে জন্মটাই ভুল হয়েছে। নিজেকে বহুবার মেয়ে হিসেবে মূল্যায়নে ভুল করেছেন তিনি এমন বিস্ফোরক অভিযোগ করেছেন নিজের বিরুদ্ধেই।

বিদ্যা জানান এই মানসিকতাকে ভাঙতে তিনি ‘তুমহারি সাল্লু’ ছবিটিতে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রসঙ্গত ছবিটি দর্শকদের মনেও যথেষ্ট ছাপ ফেলেছিল। সম্প্রতি মুক্তি পাওয়া ‘শেরনি’ ছবিটি নিয়েও তিনি যথেষ্ট আশাবাদী এমনটাই বলেছেন।

আরও পড়ুন: WTC Final: কোহলিরা জিতলে ফের নগ্ন হবেন পুনম পাণ্ডে!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest